স্বরাষ্ট্র মন্ত্রক

স্বাধীনতা দিবস উপলক্ষে দমকল, হোমগার্ড এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের আধিকারিকদের রাষ্ট্রপতি পদক

Posted On: 14 AUG 2022 11:35AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২২

 

প্রতি বছর সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে দমকল, অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং হোমগার্ড কর্মীদের সাহসিকতা ও অনন্য পরিষেবা প্রদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়। এ বছর দমকল বিভাগে পশ্চিমবঙ্গের ৫ জনকে ও আসামের ৫ জনকে  অনবদ্য পরিষেবা প্রদানের জন্য, আসামের ৩ জনকে বিশিষ্ট পরিষেবা প্রদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। মোট ৫৫ জন দমকল কর্মী এই পুরস্কার পেয়েছেন। হোমগার্ড ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের ৪৬ জনকে রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছে। বিশিষ্ট পরিষেবা প্রদানের জন্য হোমগার্ডের ৭ জনকে এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের ৩৭ জনকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছে।

যেসব দমকল কর্মী রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, তাঁদের নামের তালিকা দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/aug/doc202281490701.pdf

হোমগার্ড ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের যেসব কর্মী রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, তাঁদের তালিকা দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/aug/doc202281490601.pdf

 

PG/CB/SB



(Release ID: 1851972) Visitor Counter : 163