প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের বক্সিং-এ ৫১ কেজি বিভাগে স্বর্ণ পদক জয়ী অমিত পাঙ্ঘালকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 07 AUG 2022 5:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ আগস্ট, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের বক্সিং-এ ৫১ কেজি  বিভাগে স্বর্ণ পদক জয়ী অমিত পাঙ্ঘালকে অভিনন্দন জানিয়েছেন। 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের পদক তালিকায় আরও একটি মর্যাদাপূর্ণ সংযোজনের জন্য অমিত পাঙ্ঘালকে ধন্যবাদ। তিনি আমাদের অন্যতম জনপ্রিয় ও দক্ষ বক্সার,  যিনি অপূর্ব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে থাকেন। স্বর্ণ পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি। #Cheer4India”

 

PG/CB/DM/


(Release ID: 1850244) Visitor Counter : 110