প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী কুয়েতের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেখ আহমেদ নওয়াফ, আল আহমেদ আল –সাবাহকে অভিনন্দন জানিয়েছেন

Posted On: 25 JUL 2022 10:07PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৫  জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেখ আহমেদ নওয়াফ, আল আহমেদ আল –সাবাহকে অভিনন্দন জানিয়েছেন।

 এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন :  

“কুয়েতের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ আহমেদ নওয়াফ, আল আহমেদ আল –সাবাহকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আমি তার সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।”

PG/PM/NS


(Release ID: 1844917)