প্রধানমন্ত্রীরদপ্তর

নব-নির্বাচিত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 21 JUL 2022 9:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের নতুন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন।

একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন –

“ভারত ইতিহাস তৈরি করেছে। ১৩০ কোটি ভারতবাসী যখন ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছে তখন পূর্ব ভারতের দূরবর্তী অংশে জন্ম নেওয়া আদিবাসী সম্প্রদায়ের এক ভারতীয় কন্যা আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিকে অভিনন্দন!”

“শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির শুরুর দিকের জীবন ছিল সংগ্রামে পরিপূর্ণ। তাঁর কাজ এবং বিশেষ সাফল্য প্রত্যেক ভারতবাসীকে উদ্বুদ্ধ করে। তিনি দেশের জনগণের, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগণের কাছে আশার আলো।”

“শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি একজন দুর্দান্ত অসামান্য ও মন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে অভাবনীয় কাজ করেছেন। আমি নিশ্চিত, তিনি একজন দুর্দান্ত রাষ্ট্রপতি হবেন। ভারতের উন্নয়ন যাত্রাকে মজবুত করতে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি।”

“আমি, যাঁরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিকে সমর্থন জানিয়েছেন সেইসব সাংসদ ও বিধায়কদের  অভিনন্দন জানাই। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে তাঁর জয় আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করেছে।”

-   নরেন্দ্র মোদী (@narendramodi)  জুলাই ২১, ২০২২

PG/PM/DM



(Release ID: 1843770) Visitor Counter : 162