প্রধানমন্ত্রীরদপ্তর

২০২২এর বাদল অধিবেশনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর ভাষণ

Posted On: 18 JUL 2022 10:25AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৮  জুলাই, ২০২২


নমস্কার বন্ধুরা,

এই অধিবেশনটি আবহাওয়ার সঙ্গে সম্পৃক্ত। দিল্লিতেও বর্ষা দ্রুত এগিয়ে আসছে। কিন্তু তাপমাত্রা কমার লক্ষণ নেই, আর সদনের ভিতরের তাপমাত্রার আঁচ বাইরে কতটা পড়বে সে বিষয়েও আমি নিশ্চিত নই। আমরা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছি- এই সময়কালটি তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৫ই আগস্টের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ২৫ বছর পর দেশ ভারতের স্বাধীনতার শতবার্ষিকী উদযাপন করবে, এই ২৫ বছর সময়কালে আমাদের পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করতে হবে ; কত দ্রুত আমরা এগিয়ে যাবো এবং কিভাবে আরও উপরে উঠবো? এই সময়কালে আমাদের নতুন নতুন সংকল্প গ্রহণ করতে হবে এবং সেই সংকল্প পূরণের জন্য দেশকে দিশা দেখাতে হবে। এই সদন দেশকে নেতৃত্ব দেবে। সংসদের সব সম্মানীয় সদস্যরা দেশকে নতুন অনুপ্রেরণা যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই এই অধিবেশন সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদে নির্বাচনও এই সময়ে হওয়ায় অধিবেশন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ ভোট গ্রহণ চলেছে। এই সময়কালে নতুন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শুরু হবে।

এই সদনকে সংযোগ রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম, আলাপ-আলোচনার একটি তীর্থক্ষেত্র হিসেবে আমরা বিবেচনা করি, যেখানে খোলা মনে সব কিছু নিয়ে আলোচনা হয়। বিতর্ক, সমালোচনা এবং বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা যে কোন নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে। এই সভাকে আরও কার্যকর এবং ফলপ্রসূ করে তুলতে আমি মাননীয় সাংসদদের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে গভীরভাবে বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করা যায় এবং বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব হয়। আর তাই সকলের সহযোগিতা কাম্য, কারন সকলের সম্মিলিত উদ্যোগেই গণতন্ত্র বিকশিত হয়। সকলের উদ্যোগে এই সংসদের কাজকর্ম পরিচালনা করা সম্ভব হবে। সকলের সম্মিলিত প্রয়াসে সংসদ সব থেকে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আর তাই সংসদের মর্যাদা বৃদ্ধির জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করবো, জাতীয় স্বার্থে এই অধিবেশনকে যতটা সম্ভব কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে যাঁরা তাঁদের যৌবনকাল এবং সমস্ত জীবন স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন, কারাগারে জীবনযাপন করেছেন এবং আত্মত্যাগ করেছেন তাঁদের স্বপ্ন পূরণ করা আমাদের কর্তব্য। ১৫ই আগস্ট এগিয়ে আসছে, তাই তাঁদের স্বপ্ন পূরণের দিকটি স্মরণে রেখে সংসদের কাজ যাতে ইতিবাচকভাবে সম্পন্ন করা যায় তা আমাদের নিশ্চিত করতে হবে।

আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ!

(প্রধানমন্ত্রী মূল ভাষণটি হিন্দিতে দিয়েছেন)

PG/CB/NS



(Release ID: 1842396) Visitor Counter : 137