প্রধানমন্ত্রীরদপ্তর

হিমাচল প্রদেশের কুলু-তে বাস দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ক্ষতিগ্রস্তদের পিএমএনআরএফ থেকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা

Posted On: 04 JUL 2022 11:31AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের কুলু-তে বাস দুর্ঘটনায় প্রাণহানির খবরে শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছেন। এই অর্থ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক ট্যুইট বার্তায় বলা হয়েছে – “হিমাচল প্রদেশের কুলু-তে বাস দুর্ঘটনার খবরটি দুঃখজনক। শোকের এই মুহূর্তে স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করছে : প্রধানমন্ত্রী@narendramodi।”

অন্য একটি ট্যুইট বার্তায় বলা হয়েছে - “প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে হিমাচল প্রদেশের মর্মান্তিক বাস দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়া হবে।”

PG/CB/DM



(Release ID: 1839088) Visitor Counter : 114