কেন্দ্রীয়মন্ত্রিসভা

সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য দেশের স্বীকৃত কর্তৃপক্ষগুলির মধ্যে যুব বিষয়ক ক্ষেত্রে সহযোগিতামূলক চুক্তিতে মন্ত্রিসভার সায়

Posted On: 14 JUN 2022 4:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জুন, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য দেশগুলির স্বীকৃত কর্তৃপক্ষের মধ্যে যুব বিষয়ক ক্ষেত্রে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরের বিষয়ে অবহিত করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, যুব বিষয়ক ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর সদস্য দেশগুলি গত বছরের ১৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই চুক্তিটি সহমতের ভিত্তিতে গ্রহণ করে। এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী। সংহাই সহযোগিতা সংগঠনের সচিবালয়ে কাজকর্মের সরকারি ভাষা হল রুশ ও চিনা।

এই চুক্তি অনুযায়ী সহযোগিতার বিষয়গুলির মধ্যে রয়েছে - রাষ্ট্রীয় যুব নীতি রূপায়ণে যুব বিষয়ক ও যুব সংগঠনগুলির সঙ্গে সহযোগিতামূলক কাজকর্মকে আরও সুদৃঢ় করা, আন্তর্জাতিক স্তরে যুব বিষয়ক ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ প্রভৃতি। এছাড়া, সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে যুব বিষয়ক ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদার কর্মীদের প্রশিক্ষণ; বিজ্ঞান সংক্রান্ত, রেফারেন্স ও পদ্ধতিবিদ্যা সংক্রান্ত সামগ্রীর আদানপ্রদান, স্বীকৃত যুব বিষয়ক সংস্থাগুলির মধ্যে কাজকর্মের অভিজ্ঞতা বিনিময়, ইত্যাদি। একইভাবে চুক্তি অনুযায়ী, বিভিন্ন যুব বিষয়ক নীতির ক্ষেত্রে যৌথভাবে গবেষণাধর্মী কাজকর্ম গ্রহণের কথাও উল্লেখ রয়েছে। ধ্বংসাত্মক কাজকর্মে যুবশক্তির জড়িয়ে পড়া ঠেকানোর জন্য বিষয় ভিত্তিক গবেষণার কাজও এতে রয়েছে। সাংহাই সহযোগিতা সংগঠনের যুব পরিষদের কাজকর্মে সহযোগিতার কথাও চুক্তিতে বলা হয়েছে।

এই চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য হল, , সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক আস্থা, মৈত্রীর বন্ধন ও সহযোগিতাকে আরও নিবিড় করা। সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে মৈত্রীর সম্পর্কের একটি উপাদান হিসেবে যুব সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টির গুরুত্বকে স্বীকৃতি দেওয়া। আন্তর্জাতিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে যুব বিষয়ক ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন বিষয়ের আরও মানোন্নয়নের কথাও এই চুক্তিতে উল্লেখ রয়েছে।

 

PG/BD/DM/



(Release ID: 1833986) Visitor Counter : 122