প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী “ স্বাস্থ্যক্ষেত্রে ভারতের ৮ বছর” এর বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন
“ সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করা নতুন ভারতের সংকল্প”
“ যারা স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ করবেন, আগামী বছরগুলি হবে তাদের”
Posted On:
08 JUN 2022 1:56PM by PIB Kolkata
নতুনদিল্লি,৮ই জুন, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত আট বছরে ভারতের স্বাস্থ্য ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য যে সব উদ্যোগগুলি নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
কয়েকটি ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন,
“ সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নতুন ভারত দৃঢ় সংকল্প নিয়েছে। আয়ুষ্মান ভারত, জন ওষুধি কেন্দ্র , চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো গড়ে তোলা, বিনামূল্যে টিকাকরণ — প্রত্যেক ক্ষেত্রে দেশ আজ বিশ্বকে পথ দেখাচ্ছে।#8YearsOfHealthyIndia”
“ যারা স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ করবেন, আগামী দিনগুলো হবে তাঁদের”।
“ভারতের স্বাস্থ্যক্ষেত্রকে শক্তিশালী করতে আমাদের সরকার যে সব পদক্ষেপ নিয়েছে, তারজন্য আমি গর্বিত #8YearsOfHealthyIndia”।
“যে সব ক্ষেত্রগুলিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, স্বাস্থ্য ক্ষেত্র তার মধ্যে অন্যতম। স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়ন ঘটানো, প্রত্যেকে যাতে স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পান, তা নিশ্চিত করা ছাড়াও এই ক্ষেত্রের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে। #8YearsOfHealthyIndia”
CG/CB
(Release ID: 1832474)
Visitor Counter : 130
Read this release in:
Malayalam
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati