প্রধানমন্ত্রীরদপ্তর
                
                
                
                
                
                    
                    
                        ঝড় ও বজ্রপাতের জেরে বিহারের একাধিক জেলায় মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                20 MAY 2022 11:12PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ২০ মে, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের একাধিক জেলায় ঝড় ও বজ্রপাতের জেরে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে।
 
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
 
“ঝড় ও বজ্রপাতের জেরে বিহারের একাধিক জেলায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। ঈশ্বর শোকস্তব্ধ পরিবারগুলিকে এই অপূরণীয় ক্ষয়ক্ষতি সহ্য করার শক্তি দিন। রাজ্য সরকারের পৌরোহিত্যে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে।”
 
CG/SS/SKD/
                
                
                
                
                
                (Release ID: 1827253)
                Visitor Counter : 145
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam