তথ্যওসম্প্রচারমন্ত্রক
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল মুরুগান-এর কান সফর
प्रविष्टि तिथि:
20 MAY 2022 12:22PM by PIB Kolkata
নতুন দিল্লী, ২০ মে, ২০২২
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. এল মুরুগান ফ্রান্স সফর করবেন। কান চলচ্চিত্র উৎসবে ২২ থেকে ২৪শে মে বিভিন্ন অনুষ্ঠআনে অংশগ্রহণের জন্য তিনি শনিবার ২১শে মে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হবেন।
ড. মুরুগান ২২শে মে ফ্রান্সে পৌঁছনোর পর কান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন অনুষ্ঠান ও বৈঠকে যোগ দেবেন। তিনি ২৫শে মে সকালে নতুন দিল্লি প্রত্যাবর্তন করবেন।
CG/CB/SKD/
(रिलीज़ आईडी: 1827233)
आगंतुक पटल : 185