প্রধানমন্ত্রীরদপ্তর
“মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” সম্পর্কে বিশিষ্ট লেখকদের বক্তব্য
प्रविष्टि तिथि:
13 MAY 2022 7:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ মে, ২০২২
“মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ের বিভিন্ন অধ্যায়ে বিশিষ্ট লেখকেরা তাঁদের অভিজ্ঞতা ও বিষয়বস্তু সম্পর্কে বর্ণনা দিয়েছেন। উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি এই বইটি প্রকাশ করেছেন। এই বইয়ে ২২টি ক্ষেত্রে বিশেষজ্ঞদের মাধ্যমে ২১টি নিবন্ধের সংকলন তুলে ধরা হয়েছে। এখানে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে রাজ্য ও জাতীয় স্তরে সরকারের শীর্ষে থেকে ২০ বছর সময়কাল ধরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা ও কর্মক্ষমতার বিভিন্ন দিক উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘দ্য ইয়ুথ চ্যানেল’ নিউ ইন্ডিয়া জংশনের করা ট্যুইটের ব্যাখ্যায় পুনরায় ট্যুইট করা হয়েছে।
ব্যাখ্যার ভিডিও সম্বলিত ট্যুইটগুলি নীচে দেওয়া হয়েছে।
“ভারতের বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় ও ডাবল অলিম্পিক পদক জয়ী @Pvsindhu1 “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হলেন একজন অবিসংবাদিত যুব আইকন। এবিষয়ে তিনি অসাধারণ যুক্তি তুলে ধরেছেন।”
“@isolaralliance –এর অধিকর্তা অজয় মাথুর “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী কীভাবে পরিবেশগত সুরক্ষা ও প্রয়োজনীয় উন্নয়ন উভয় ক্ষেত্র পরিচালনা করেন, তা আকর্ষণীয় ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরেছেন।”
“বিশিষ্ট লেখক ভগীরথ প্রয়াসী @authoramish “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে ভারতের সাংস্কৃতিক ও সভ্যতাগত ঐতিহ্য সংরক্ষণ এবং পুনরুজ্জীবিনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী মোদীর ভূমিকা বর্ণনা করেছেন।”
“অসামান্য অভিনেতা @AnupamPKher “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে কেন সঙ্কটের সময় প্রধানমন্ত্রী শ্রী মোদী সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, তা তিনি যুক্তি দিয়ে তুলে ধরেছেন।”
“ভারতের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক @agulati115 “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে প্রধানমন্ত্রী মোদীর কৃষি ক্ষেত্রে রেকর্ডের কথা লিখেছেন।”
“প্রধানমন্ত্রী শ্রী মোদীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটরি শ্রী মিশ্র “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়েতে যে অধ্যায় লিখেছেন, সেখানে সরকার পরিচালনার ক্ষেত্রে সরাসরি প্রত্যক্ষ করা শ্রী মোদীর বিশেষ কৌশল সুন্দরভাবে উপস্থাপন করেছেন।”
“প্রবাসী ভারতীয় একজন বিশিষ্ট ও সুপরিচিত ব্যক্তি অধ্যাপক @manojladwa “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়েতে, তাঁর অধ্যায়ে প্রধানমন্ত্রী সম্পর্কে বক্তব্য তুলে ধরেছেন।”
“ভারতের বিশিষ্ট মনস্তত্ব বিদ @PradeepGuptaAMI “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি”-র বইয়ে তাঁর অধ্যায়ে কিভাবে প্রধানমন্ত্রী শ্রী মোদী নির্বাচনী প্রচারকে চিরতরে বদলে দিয়েছেন সে প্রসঙ্গ তুলে ধরেছেন।”
“বিদেশমন্ত্রী @DrSJaishankar “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে বেশ কিছু আকর্ষণীয় ব্যক্তিগত ঘটনা বর্ণনা করেছেন।”
“একজন প্রথম প্রজন্মের উদ্যোক্তা @udaykotak “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে ব্যক্তিগত উদ্যোগের মূল্য এবং সম্পদ সৃষ্টিকারীদের সম্মানের বিষয়বস্তুকে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন।”
“ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডঃ ভি. অনন্ত নাগেশ্বরন দ্রুতমাত্রায় আর্থিক প্রকল্পগুলি চালানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী মোদীর অনন্য ক্ষমতার প্রসঙ্গ তুলে ধরেছেন। “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কথা সম্পর্কে লিখেছেন।”
“সিআইআই-এর প্রাক্তন সভাপতি এবং অ্যাপেলো গ্রুপের কার্যকরি ভিপি @shobanakamineni “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে শুধু মহিলাদের উন্নয়নের কথাই নয়, মহিলাদের নেতৃত্বে উন্নয়নের নতুন যুগের কথা তুলে ধরেছেন।”
“আইএমএস-এর কার্যনির্বাহী অধিকর্তা ডঃ @surjitbhalla “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে ডেটা এবং ডিপ ড্রাইভ অ্যানালেটিক্স নিয়ে যুক্তি তুলে ধরেছেন। কিভাবে শ্রী মোদীর নীতিগুলি দরিদ্রদের কাছে পৌঁছনো ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, সেকথাও লিখেছেন তিনি।”
“@NarayanaHealth-এর ভারতের অন্যতম সম্মানিত পেশাদার চিকিৎসক ডাঃ দেবি শেঠি “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে কোভিড-১৯ মহামারী মোকাবিলায় প্রধানমন্ত্রী শ্রী মোদীর গুরুত্বপূর্ণ প্রয়াসের কথা তুলে ধরেছেন।”
“কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক @APanagariya “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন।”
“সুপরিচিত প্রযুক্তিবিদ @NandanNilekani “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে সুশাসনের একজন সুফলভোগী হিসেবে প্রযুক্তির ব্যবহার এবং কিছু অনন্য ব্যক্তিগত ঘটনা ও অন্তর্দৃষ্টি উপস্থাপন করেছেন।”
“অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক @ShamikaRavi “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে ক্ষুদ্র বিপ্লব সম্পর্কে লিখেছেন, যা একসঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবনকে উন্নত করার ক্ষেত্রে বৃহত্তর প্রভাব ফেলেছে।”
“উইন্ডস অফ চেঞ্জ-এর বিখ্যাত লেখক এবং সমাজসেবী সুধা মূর্তি “মোদী@২০ : ড্রিমস মিট ডেলিভারি” বইয়ে, তাঁর অধ্যায়ে ভারতে সংঘটিত পরিবর্তনগুলির বর্ণনা আকর্ষণীয় ঘটনার মাধ্যমে তুলে ধরেছেন।”
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1825391)
आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Manipuri
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam