কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় মন্ত্রিসভা চরম বাম উগ্রপন্থা প্রভাবিত (এলডাব্লুই) অঞ্চলে নিরাপত্তা ক্ষেত্রগুলিতে মোবাইল পরিষেবা টু-জি থেকে ফোর-জি’তে করার প্রস্তাব অনুমোদন করেছে


এলডাব্লুই অঞ্চলে এর ফলে উন্নত ইন্টারনেট ও তথ্য পরিষেবা পাওয়া যাবে

আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করে তুলতে দেশীয় সংস্থাগুলিকে সাহায্য করা হবে

পুরো প্রকল্পে ব্যয় ধার্য করা হয়েছে ২৪২৬ কোটি ৩৯ লক্ষ টাকা

Posted On: 27 APR 2022 4:43PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৭  এপ্রিল, ২০২২

           

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চরম বাম উগ্রপন্থা প্রভাবিত (লেফট উইং এক্সট্রিমিজম-এলডাব্লুই ) অঞ্চলে টু-জি পরিষেবাকে ফোর-জি পরিষেবায় উন্নীত করতে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড গড়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

এই প্রকল্পের প্রথম পর্বে ২৩৪৩টি এলডাব্লুই অঞ্চলে মোবাইল পরিষেবাকে টু-জি থেকে উন্নীত করে ফোর-জি করা হবে। এরজন্য ব্যয় হবে ১৮৮৪ কোটি ৫৯ লক্ষ টাকা। এই অর্থের মধ্যে কর এবং লেভি-ও অন্তর্ভুক্ত। ৫ বছরের মেয়াদে পরিষেবাটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করার জন্য এই অর্থ ব্যয় করা হবে। তবে বিএসএনএল আরও ৫ বছর নিজস্ব খরচে রক্ষণাবেক্ষণের কাজ করবে। যেহেতু সংশ্লিষ্ট অঞ্চলগুলি বিএসএনএল-এর,  তাই সরকার এই প্রতিষ্ঠানকে কাজটি বাস্তবায়িত করার  দায়িত্ব দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাবে বলা হয়েছে,  এলডাব্লুই অঞ্চলে প্রথম পর্বে টু-জি পরিষেবার পরিচালনা ও  রক্ষণাবেক্ষণের জন্য  নির্ধারিত ৫ বছরের বাইরে বর্ধিত সময়ে  বিএসএনএল-কে সাহায্য করা হবে। এ বাবদ ৫৪১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয় হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা যেদিন এই প্রস্তাব অনুমোদন করেছে তার পরের ১২ মাস অথবা যেদিন ফোর-জি পরিষেবা শুরু হয়েছে- এই দুইয়ের মধ্যে যেটি আগে হবে সেই দিন থেকে বর্ধিত সময়সূচীকে বিবেচনা করা হবে।   

সরকার দেশীয় প্রযুক্তির মাধ্যমে ফোর-জি টেলি-যোগাযোগ যন্ত্রাংশকে ব্যবহার করতে বিএসএনএল-কে বাছাই করেছে। এর মাধ্যমে টেলি-যোগাযোগ ব্যবস্থায় আত্মনির্ভরতা গড়ে উঠবে এবং বিদেশ থেকে আমদানি করা সরঞ্জাম ছাড়াও দেশে তৈরি সরঞ্জাম একটি বাজার পাবে।

এলডাব্লুই অঞ্চলে এরফলে উন্নত ইন্টারনেট ও তথ্য পরিষেবা পাওয়া যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য সরকারগুলির বিভিন্ন চাহিদা মিটবে। সংশ্লিষ্ট অঞ্চলে যে নিরাপত্তার দায়িত্বে থাকা  কর্মীদের  যোগাযোগ করতে সুবিধা হবে। গ্রামাঞ্চলে মোবাইল পরিষেবার উন্নতি ঘটানোর পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবা, টেলি-মেডিসিন পরিষেবা, টেলি-এডুকেশন পরিষেবার মতো বিভিন্ন বৈদ্যুতিন পরিষেবা সহজেই পাওয়া যাবে।

 

CG/CB/NS



(Release ID: 1820757) Visitor Counter : 144