প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পরীক্ষা পে চর্চা হল পরীক্ষা ও জীবন সংক্রান্ত একাধিক বিষয়ের জন্য একটি প্রাণবন্ত মঞ্চ : প্রধানমন্ত্রী

Posted On: 16 APR 2022 6:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ এপ্রিল, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, সমস্ত পরীক্ষা পে চর্চা-র আলোচনার সম্যক দর্শন পাওয়া যাবে নমো অ্যাপের উদ্ভাবনী উপায়ে উপস্থাপিত অনলাইন বিভাগে।

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন;

“আমি আমাদের প্রগতিশীল #পরীক্ষাযোদ্ধাদের সঙ্গে আলাপ-আলোচনা উপভোগ করি। 

পরীক্ষা পে চর্চা হল পরীক্ষা এবং জীবন সংক্রান্ত একাধিক বিষয়ের জন্য একটি প্রাণবন্ত মঞ্চ।

এই আলাপ-আলোচনা থেকে সম্যক দর্শন পাওয়া যাবে নমো অ্যাপে উদ্ভাবনী উপায়ে উপস্থাপিত অনলাইন বিভাগে।”

 

CG/SS/SKD/


(Release ID: 1817706) Visitor Counter : 140