তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক ও জনশৃঙ্খলা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে


২০২১-এর তথ্য প্রযুক্তি আইনের আওতায় প্রথমবার ১৮টি ভারতীয় ইউটিউব নিউজ চ্যানেল ব্লক করা হয়েছে

Posted On: 05 APR 2022 2:18PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৫ এপ্রিল, ২০২২
 
২০২১-এর তথ্য প্রযু্ক্তি আইনের আওতায় জরুরী ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সোমবার (চৌঠা এপ্রিল) ২২টি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল, তিনটি ট্যুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং আরও একটি নিউজ ওয়েবসাইট ব্লক করার নির্দেশ জারি করেছে। ব্লক করা এই ইউটিউব চ্যানেলগুলির দর্শক সংখ্যা ২৬০ কোটির বেশি। এই ইউটিউব চ্যানেলগুলি জাতীয় নিরাপত্তা, ভারতের বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলার মত সংবেদনশীল বিষয়গুলিতে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সমন্বয় রেখে বিভ্রান্তিকর খবর ও তথ্য প্রচার করেছে। 
 
২০২১-এ তথ্য প্রযুক্তি আইন কার্যকর হওয়ার পর এই প্রথম ভারতীয় ইউটিউব ভিত্তিক সংবাদ সম্প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশে ১৮টি ভারতীয় ও চারটি পাকিস্তান ভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল ব্লক করা হয়েছে। 
 
একাধিক ইউটিউব চ্যানেল ভারতীয় সশস্ত্র বাহিনী, জম্মু ও কাশ্মীরের মত বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের কাজে যুক্ত থেকেছে। মন্ত্রকের নির্দেশে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারত বিরোধী নির্দিষ্ট কিছু কনটেন্ট বা বিষয়বস্তু ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি পাকিস্তান থেকে সমন্বয়ের ভিত্তিতে পরিচালনা করা হত। মন্ত্রকের নজরে এসেছে যে, চলতি ইউক্রেন সঙ্কট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভারতীয়  ইউটিউব ভিত্তিক চ্যানেলগুলি অসত্য খবর প্রকাশ করেছে। বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ককে বিপন্ন করতেই এই পদক্ষেপ। 
 
ব্লক করা ভারতীয় ইউটিউব চ্যানেলগুলি নির্দিষ্ট কিছু নিউজ চ্যানেলের লোগো, সংবাদ পাঠক-পাঠিকাদের ইমেজ বা চিত্র ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করেছে। সংবাদ এমন ভাবে প্রচার করা হয়েছে যাতে দর্শকরা মনে করেন যাবতীয় তথ্য সম্পূর্ণ সঠিক। কয়েকটি ক্ষেত্রে এটাও নজরে এসেছে যে, ধারাবাহিক ভাবে পাকিস্তান থেকে ভারত বিরোধী অসত্য সংবাদ সম্প্রচার করা হয়েছে। 
 
উল্লেখ করা যেতে পারে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক গত বছরের ডিসেম্বর থেকে ৭৮টি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল এবং একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ জারি করেছে। এই ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভারতের অখন্ডতা ও জনশৃঙ্খলার মত সংবেদনশীল বিষয়ে ধারাবাহিক ভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে এসেছে। 
 
ভারত সরকার অনলাইনে নির্ভুল, বিশ্বাসযোগ্য সংবাদ সম্প্রচার ব্যবস্থা সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সেই সঙ্গে ভারতের সার্বভৌমত্ব ও অখন্ডতা, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক ও জনশৃঙ্খলার সঙ্গে যুক্ত যে কোন অপচেষ্টাকে ব্যর্থ করতে তৎপর। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1813902) Visitor Counter : 336