বিদ্যুৎমন্ত্রক
“সুস্থায়ী উন্নয়নের জন্য শক্তি” : আগামী ৪ঠা মার্চ বাজেট ওয়েবিনার
ওয়েবিনারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
Posted On:
03 MAR 2022 9:26AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ মার্চ, ২০২২
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২২-এর সাধারণ বাজেটে যে সমস্ত ঘোষণা করেছেন, তার সফল রূপায়ণ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে। এই ওয়েবিনারগুলিতে বিভিন্ন ক্ষেত্রে বাজেট ঘোষণার কৌশলগত রূপায়ণ নিয়ে আলাপ - আলোচনার জন্য সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের এক মঞ্চে নিয়ে আসা হচ্ছে।
এরই অঙ্গ হিসাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, কয়লা, খনি, বিদেশ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আগামী ৪ঠা মার্চ সকাল ১০টায় “সুস্থায়ী উন্নয়নের জন্য শক্তি” শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করেছে। ২০২২ সালের বাজেটে শক্তি ও সম্পদ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা আলোচনা করতে এবং সেই উদ্যোগগুলির সফল বাস্তবায়নের জন্য পরিকল্পনা ও পরামর্শদানের উদ্দেশ্যে এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী কপ-২৬ বৈঠকে যে ‘পঞ্চামৃত’ কৌশলের কথা উল্লেখ করেছিলেন, তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এবারের বাজেটে নিম্নমুখী কার্বন নিঃসরণ কৌশলের বিষয়ে উৎসাহদানের মাধ্যমে দেশের শক্তি ক্ষেত্রে পরিবর্তন যাত্রায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই কৌশল সুস্থায়ী উপায়ে দেশের শক্তি ক্ষেত্রে চাহিদা মেটাতে সাহায্য করবে। এবারের বাজেটে বৈদ্যুতিন গাড়ির বিষয়ে উৎসাহদান, শূন্য জীবাশ্ম জ্বালানী নীতির সঙ্গে বিশেষ মোবিলিটি জোন তৈরি, ব্যাটারি অদলবদল নীতি,উচ্চ ক্ষমতাসম্পন্ন সৌর পিভি মডেল তৈরির জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহ ক্ষেত্রে অতিরিক্ত ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের মতো একাধিক দীর্ঘ ও স্বল্প মেয়াদী প্রস্তাব দেওয়া হয়েছে।
ওয়েবিনারে – পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের সম্প্রসারণে শক্তি সঞ্চয় স্থানের বিকাশসাধন, পরিবেশের জন্য জীবনধারা, কোল গ্যাসিফিকেশন, বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব জ্বালানী ক্ষেত্রে উৎসাহদান, কৃষি ও উদ্যানজাত বনজ ক্ষেত্র এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের মাত্রা বৃদ্ধির বিষয়ের উপর আলোচনা হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই পূর্ণাঙ্গ অধিবেশনের সূচনায় ভাষণ দেবেন।
CG/SS/SB
(Release ID: 1802696)
Visitor Counter : 848