প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৮ই ফেব্রুয়ারি থানে ও দিভা-র মধ্যে সংযোগকারী রেললাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন
প্রধানমন্ত্রী মুম্বাই শহরতলির দুটি লোকাল ট্রেনের যাত্রার সূচনা করবেন
প্রায় ৬২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অতিরিক্ত রেললাইনগুলি দূরপাল্লার ট্রেন এবং শহরতলির লোকাল ট্রেনের একই লাইনে চলার সমস্যা দূর করে তাদের যাত্রার পথ সুগম করবে
এই রেললাইনগুলির সুবাদে আরও ৩৬টি নতুন লোকাল ট্রেন চালু করা সম্ভব হবে
Posted On:
17 FEB 2022 12:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৮ই ফেব্রুয়ারি ২০২২, বিকেল সাড়ে চারটেয় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে থানে ও দিভা-র মধ্যে সংযোগকারী দুটি অতিরিক্ত রেললাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি মুম্বাই শহরতলি রেলের দুটি লোকাল ট্রেনের যাত্রার সূচনা করবেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
মধ্য রেলের প্রধান জংশন স্টেশন হল ‘কল্যাণ’। দেশের উত্তর ও দক্ষিণ দিক থেকে আসা ট্রেনগুলি কল্যাণ স্টেশন পর্যন্ত এসে তারপর ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (সিএসএমটি)-এর দিকে চলে যায়। কল্যাণ এবং সিএসএমটি-এর মধ্যে চারটি রেললাইন আছে। এর মধ্যে দুটি লাইনে ধীরগতির লোকাল ট্রেন চলে, বাকি দুটি লাইনে দ্রুতগতির লোকাল, মেল, এক্সপ্রেস ও মালগাড়ি চালানো হয়। লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ আলাদা করতে এই দুটি অতিরিক্ত রেললাইনের পরিকল্পনা করা হয়েছিল।
থানে ও দিভা-র মধ্যে সংযোগকারী এই দুটি অতিরিক্ত রেললাইন নির্মাণে আনুমানিক ৬২০ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে ১.৪ কিলোমিটার দীর্ঘ একটি রেল ফ্লাইওভার, ৩টি বড় সেতু এবং ২১টি ছোট সেতু রয়েছে। এই অতিরিক্ত রেললাইনগুলি দূরপাল্লার ট্রেন এবং শহরতলির লোকাল ট্রেনের একই লাইনে চলার সমস্যা দূর করে তাদের যাত্রার পথ সুগম করবে। এই রেললাইনগুলির সুবাদে আরও ৩৬টি নতুন লোকাল ট্রেন চালু করা সম্ভব হবে।
CG/SD/SKD/
(Release ID: 1799258)
Visitor Counter : 262
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam