প্রধানমন্ত্রীরদপ্তর

পিএসএলভি সি৫২ মিশনের সফল উৎক্ষেপণে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 14 FEB 2022 10:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএসএলভি সি৫২ মিশনের সফল উৎক্ষেপণে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।


এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “পিএসএলভি সি৫২ মিশনের সফল উৎক্ষেপণের জন্য আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন। ইওএস-০৪ স্যাটেলাইট থেকে কৃষি, বনসৃজন ও বৃক্ষরোপণ, মাটির আর্দ্রতা ও জল বিজ্ঞান সহ বন্যা কবলিত এলাকাগুলির মানচিত্র তৈরিতে সব মরশুমের উপযোগী হাই রেজোলিউশন ইমেজ বা চিত্র পাওয়া যাবে”।

 

CG/BD/SB



(Release ID: 1798296) Visitor Counter : 163