প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী স্টার্টআপস্ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে ১৫ই জানুয়ারি মতবিনিময় করবেন
স্টার্টআপস্ সংস্থাগুলি ৬টি বিষয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত করবে
দেশে স্টার্টআপ ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর উদ্যোগের অঙ্গ এই মতবিনিময় কর্মসূচি
Posted On:
14 JAN 2022 3:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫ই জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে স্টার্টআপস্ বা নতুন শিল্পোদ্যোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
কৃষি, স্বাস্থ্য, শিল্পোদ্যোগ ব্যবস্থাপনা, মহাকাশ, চতুর্থ পর্যায়ের শিল্প, নিরাপত্তা, আর্থিক প্রযুক্তি, পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রের স্টার্টআপস্ সংস্থাগুলির প্রতিনিধিরা এই মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তৃণমূল স্তর থেকে বিকশিত হওয়া, ডিএনএ – এর পরিবর্তন ঘটানো, স্থানীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া, ভবিষ্যৎ প্রযুক্তি, উৎপাদন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ও স্থিতিশীল উন্নয়ন – এই ৬টি বিষয়ের কার্যকর গোষ্ঠীর সদস্যরা মতবিনিময় করবেন। ১৫০টিরও বেশি স্টার্টআপস্ সংস্থা এই প্রক্রিয়ায় অংশ নেবে। মতবিনিময়ের জন্য প্রত্যেক গোষ্ঠীকে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হ’ল, দেশে উদ্ভাবন শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে নতুন শিল্পোদ্যোগীরা জাতীয় চাহিদায় ভূমিকা নেবেন।
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর ১০-১৬ই জানুয়ারি ‘সেলিব্রিটি ইনোভেশন ইকো সিস্টেম’ বিষয়ের উপর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের ষষ্ঠ বার্ষিকীতে এই প্রয়াস নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দেশের উন্নয়নে স্টার্টআপস্ সংস্থাগুলি যথেষ্ট অবদান রয়েছে। এই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে ২০১৬ সালে স্টার্টআপ ইন্ডিয়া ফ্ল্যাগশিপ কর্মসূচির সূচনা হয়। স্টার্টআপ সংস্থাগুলির উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ গড়ে তুলতে সরকার সচেষ্ট। এর প্রতিফলন দেশ জুড়ে অনুভূত হচ্ছে। এর ফলে, ভারতে ইউনিকর্নের প্রসার ঘটছে।
CG/CB/SB
(Release ID: 1790994)
Visitor Counter : 178
Read this release in:
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam