প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী উত্তর প্রদেশ সফরে গিয়ে আগামী ১৯ তারিখ ঝাঁসিতে ‘রাষ্ট্র রক্ষা সমর্পণ পর্ব’ – এ যোগ দেবেন, যা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গঠনে বড় ভূমিকা নেবে


প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর প্রধানদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত হাল্কা ওজনের যুদ্ধ হেলিকপ্টার, দ্রোণ এবং নৌবাহিনীর জাহাজের জন্য অত্যন্ত কার্যকরি অ্যাডভান্স ইলেক্ট্রনিক্স ওয়ার ফেয়ার তুলে দেবেন

কামান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জন্য প্রোপালসন সিস্টেম তৈরি করতে উত্তর প্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডরের ঝাঁসি সংযোগ স্থলে ৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

পূর্বতন এনসিসি ক্যাডেট হিসাবে প্রধানমন্ত্রী সূচনা হতে চলা এনসিসি প্রাক্তনী সংগঠনের প্রথম সদস্য হিসাবে নাম নথিভুক্ত করবেন

জাতীয় যুদ্ধ স্মারকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী

Posted On: 17 NOV 2021 2:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ নভেম্বর, ২০২১

 

উত্তর প্রদেশে ঝাঁসি সফরে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ ‘রাষ্ট্র রক্ষা সমর্পণ পর্ব’-এ প্রতিরক্ষা ক্ষেত্রের একাধিক কর্মসূচির সূচনা ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে আজ থেকে শুক্রবার পর্যন্ত ঝাঁসিতে ‘রাষ্ট্র রক্ষা সমর্পণ পর্ব’ আয়োজন করা হয়েছে। 

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ সেনাবাহিনীর তিন শাখার প্রধানদের হাতে তুলে দেবেন। এর মধ্যে রয়েছে – হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) – এর তৈরি হাল্কা ওজনের যুদ্ধ হেলিকপ্টার, ভারতীয় স্টার্ট আপগুলির নির্মিত দ্রোণ/ইউএভি এবং ডিআরডিও তথা ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের তৈরি অ্যাডভান্স ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার। হ্যাল – এর তৈরি হাল্কা ওজনের হেলিকপ্টারে আধুনিক প্রযুক্তির পাশাপাশি, যুদ্ধ ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেওয়ার যাবতীয় উপাদান রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জন্য ইউএভি-র মতো আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার ভারতীয় দ্রোণ শিল্প ক্ষেত্রের ক্রমবর্ধমান পারদর্শিতাকেই প্রমাণ করে। নৌ-বাহিনীর জন্য যে অ্যাডভান্স ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার তৈরি করা হয়েছে, তা নৌ-বাহিনীর বিভিন্ন জাহাজে ব্যবহার করা যাবে। 

প্রধানমন্ত্রী উত্তর প্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডরের ঝাঁসি সংযোগ স্থলে ৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন। কামান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জন্য প্রোপালসন সিস্টেম তৈরি করতে ভারত ডায়নামিক্স লিমিটেড এই প্রকল্পটি গড়ে তুলছে।

প্রাক্তনীদের জন্য প্রধানমন্ত্রী এনসিসি প্রাক্তনী প্ল্যাটফর্মের সূচনা করবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তনীরা সহজেই এনসিসি-র সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেশ গঠনেও এনসিসি প্রাক্তনীদের এই সংগঠন সাহায্য করবে। প্রাক্তন এনসিসি ক্যাডেট হিসাবে প্রধানমন্ত্রী সংগঠনের প্রথম সদস্য হিসাবেও নথিভুক্ত হবেন। 

এনসিসি-র ৩টি শাখায় প্রশিক্ষণের সুবিধা আরও বাড়াতে প্রধানমন্ত্রী জাতীয় স্তরে সিমুলেশন ট্রেনিং প্রোগ্রামের সূচনা করবেন। জাতীয় যুদ্ধ স্মারকে একটি ইলেক্ট্রনিক কিয়স্ক সূচনা করবেন। এর ফলে, যুদ্ধ স্মারকে আগত যে কেউ ভার্চ্যুয়াল পদ্ধতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন

 

CG/BD/SB


(Release ID: 1772650) Visitor Counter : 168