অর্থমন্ত্রক
কেন্দ্রীয় অর্থ ও ব্যয় নির্বাহ দপ্তরের সচিব ডঃ টি ভি সোমনাথন সরকারি সংগ্রহ এবং প্রকল্প পরিচালনা ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে নীতি-নির্দেশিকা প্রকাশ করেছেন
प्रविष्टि तिथि:
29 OCT 2021 5:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় অর্থ ও ব্যয় নির্বাহ দপ্তরের সচিব ডঃ টি ভি সোমনাথন আজ নতুন দিল্লিতে সরকারি সংগ্রহ এবং প্রকল্প পরিচালনা ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে নীতি-নির্দেশিকা প্রকাশ করেছেন। বর্তমান আইন ও প্রণালী পর্যালোচনার এক ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এমটিডি, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এ বছর স্বাধীনতা দিবসের ভাষণে এর ওপর গুরুত্ব দিয়েছিলেন। ক্যাবিনেট সচিব গত দোসরা অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান হিসাবে এর তত্ত্বাবধান করছেন।
সরকারি সংগ্রহ ও প্রকল্প পরিচালনা ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনার পর কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের তত্ত্বাবধানে খসড়া নীতি-নির্দেশিকা তৈরি করা হয়। অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তরকে নীতি-নির্দেশিকা চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশের দায়িত্ব দেওয়া হয়।
বিশেষ করে, তথ্য প্রযুক্তি-ভিত্তিক প্রস্তাবগুলির ক্ষেত্রে এই নীতি-নির্দেশিকা এক পারদর্শী ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণে, অতিক্ষুদ্র ও ছোট শিল্প সংস্থা, ঠিকাদারদের দ্রুত মাশুল মেটাতে এবং বিবাদ নিষ্পত্তিতে সাহায্য করবে।
কিউসিবিএস – এর মাধ্যমে প্রকল্পের উৎকর্ষতা বিবেচনায় রেখে উপযুক্ত ক্ষেত্রে প্রস্তাব মূল্যায়নের ওপর ভিত্তি করে ছাড়পত্র দেওয়ার বিষয়ে মানদন্ড হিসাবে কাজ করার পাশাপাশি, সময়মতো মাশুল মেটানো, ই-মেজরমেন্ট বুক সংক্রান্ত বিধি ব্যবস্থাগুলির সংযুক্তিকরণ এই নীতি-নির্দেশিকার উদ্দেশ্য। সরকারি সংগ্রহ প্রক্রিয়ায় এ ধরনের পদ্ধতি এক পারদর্শী বাজার পরিস্থিতি তৈরি করে, যাতে করদাতারা তাঁদের অর্থের সঠিক মূল্য পান। দরপত্রদাতারাও তাঁদের পণ্য পরিষেবার জন্য বড় বাজারের সুবিধা পেয়ে থাকেন।
কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং নীতি আয়োগ সরকারি সংগ্রহ ও প্রকল্প পরিচালনার সার্বিক মূল্যায়ন করেছে এবং তার ভিত্তিতে বর্তমান ও ভবিষ্যৎ সরকারি সংগ্রহে চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে।
অর্ডার লিঙ্কঃ
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1767569)
आगंतुक पटल : 328
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam