প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মহা নবমীতে মা সিদ্ধিদাত্রীর প্রতি প্রধানমন্ত্রীর প্রার্থনা

Posted On: 14 OCT 2021 10:02AM by PIB Kolkata

নতুন দিল্লি১৪ই অক্টোবর২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির মহা নবমীতে মা সিদ্ধিদাত্রীকে আরাধনা করেছেন এবং প্রত্যেকের জন্য আর্শীবাদ প্রার্থনা করেছেন।   

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “নবরাত্রির মহা নবমীতে মা সিদ্ধিদাত্রীর পুজা অর্চনা হয়ে থাকে। প্রার্থনা করি তাঁর আর্শীবাদে প্রত্যেকের নিজ নিজ কার্য সিদ্ধি হোক। মা সিদ্ধিদাত্রীর ভক্তদের উদ্দেশে তাঁর একটি স্তুতি নিবেদন করলাম  https://t.co/YYTr3oNm5Y

 

CG/CB/SFS


(Release ID: 1764011) Visitor Counter : 141