প্রধানমন্ত্রীরদপ্তর

কোয়াড – এ প্রধানমন্ত্রীর প্রারম্ভিক ভাষণ

Posted On: 25 SEP 2021 4:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২১


রাষ্ট্রপতি বাইডেন!
প্রধানমন্ত্রী মরিসন!
প্রধানমন্ত্রী সুগা!

প্রথম কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করার ঐতিহাসিক উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতি বাইডেন-কে অনেক অনেক ধন্যবাদ।
আমরা চারটি দেশ ২০০৪ সালে সুনামীর পর ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাহায্যের জন্য একজোট হয়েছিলাম।
আজ যখন সারা বিশ্ব কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়ছে, মানবজাতির স্বার্থে আমরা, কোয়াড আরও একবার হাতে হাত মিলিয়েছি।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের কোয়াড টিকা উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলিকে যথেষ্ট সাহায্য করবে। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে কোয়াড সিদ্ধান্ত নিয়েছে, ইতিবাচক উদ্যোগ ও ইতিবাচক ভাবনা অনুসরণ করে এগিয়ে যাবে।
যখন সরবরাহ-শৃঙ্খল অথবা আন্তর্জাতিক নিরাপত্তা, জলবায়ুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অথবা কোভিড-১৯ কিংবা প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা – আমি এই বিষয়গুলি নিয়ে আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে খুব পছন্দ করি।
আমাদের কোয়াড ‘বিশ্বের ভালো কাজের জন্য জোট’ – এর ভূমিকা পালন করবে।
আমি আশাবাদী, কোয়াড – এ আমাদের সহযোগিতা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করবে।

ধন্যবাদ!

(প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে ছিল)

CG/CB/SB



(Release ID: 1760946) Visitor Counter : 142