স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ রাজ্য দুর্যোগ মোকাবিলা ত্রাণ তহবিল (এসডিআরএফ)এর কেন্দ্রীয় ভাগের দ্বিতীয় কিস্তির অর্থ মঞ্জুর করেছেন

Posted On: 01 OCT 2021 1:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ অক্টোবর, ২০২১

 

কেন্দ্রীয় সরকার গত ২৫ সেপ্টেম্বর একটি নির্দেশ জারি করে, রাজ্য দুর্যোগ মোকাবিলা ত্রাণ তহবিল (এসডিআরএফ)এর আওতায় সহায়তার বিষয় এবং নিয়মাবলী সংশোধন করে কোভিড-১৯ আক্রান্তের জেরে  মৃতের আত্মীয়-স্বজনকে অর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেছে।দেশের শীর্ষ আদালতের নির্দেশ মত গত ১১ সেপ্টেম্বর জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ)এর জারি করা নির্দেশিকাগুলি মেনে এসডিআরএফ-এর নিয়মাবলীতে এই পরিবর্তন নিয়ে আসা হয়।

মোদী সরকারের এই পদক্ষেপ রাজ্য সরকারগুলিকে তাদের এসডিআরএফ- এ পর্যাপ্ত তহবিল পেতে সাহায্য করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ২৩ টি রাজ্যে এসডিআরএফ-এ কেন্দ্রীয় ভাগের দ্বিতীয় কিস্তির অগ্রিম ৭,২৭৪.৪০ কোটি টাকা মঞ্জুর করেছেন।এর মধ্যে ৫ টি রাজ্য ইতিমধ্যেই দ্বিতীয় কিস্তির ১৫৯৯.২০ কোটি টাকা পেয়েছে।এর ফলে রাজ্য সরকারগুলির হাতে তাদের ভাগের অর্থ সহ এসডিআরএফ-এ ২৩১৮৬.৪০ কোটি টাকা থাকবে।এতে সহজেই কোভিড-১৯ আক্রান্তের জেরে  মৃতের আত্মীয়-স্বজনকে অর্থিক সহায়তা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ত্রাণ প্রদান করা সম্ভব হবে।

 

CG/SS/RAB


(Release ID: 1760164) Visitor Counter : 207