প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

পারিবারিক পেনশনের জন্য বিশেষভাবে সক্ষম নির্ভরশীল ব্যক্তিদের আয়ের সীমা বৃদ্ধি করেছে সরকার

Posted On: 28 SEP 2021 3:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২১

 

প্রতিরক্ষা মন্ত্রক মানসিক ও দৈহিক প্রতিকূলতাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে পারিবারিক পেনশনের সুবিধার জন্য আয়ের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরকম প্রতিকূলতাসম্পন্ন শিশুরা আজীবন পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য। তবে, যদি তার মোট আয় পারিবারিক পেনশনের ৩০ শতাংশ হয়ে থাকে তবেই আজীবন পেনশনের সুবিধা পাবে। অবশ্য এক্ষেত্রে প্রয়াত সরকারি কর্মী বা পেনশনপ্রাপক শেষবার যে বেতন বা পেনশন তুলেছিলেন সেই অনুযায়ী অন্য উৎস থেকে মোট আয়ের পরিমাণ হতে হবে তার ৩০ শতাংশ হতে হবে। আরও বলা হয়েছে, মহার্ঘ ভাতা সহ শেষবার প্রয়াত পেনশনপ্রাপক যে অর্থ তুলেছিলেন সেটিকেও যোগ করা হয়েছে। 

পারিবারিক পেনশনের ক্ষেত্রে নতুন এই সুবিধা ২০২১-এর ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে। বর্তমানে দৈহিক ও মানসিক প্রতিকূলতাসম্পন্ন শিশুরা পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে যোগ্য। তবে, তাদের মাসিক আয় মহার্ঘ ভাতা সহ ৯ হাজার টাকা হলেই পারিবারিক পেনশনের সুবিধা পাওয়া যায়।

 

CG/BD/DM/


(Release ID: 1759082) Visitor Counter : 298