স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া কোভিড -১৯ সম্পর্কিত প্রয়োজনীয় ওষুধ এবং তার বাফার স্টকের উপস্থিত বিষয়ে পর্যালোচনা করেছেন

Posted On: 01 SEP 2021 6:21PM by PIB Kolkata

নতুন দিল্লি,১ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়ন ও সার মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া কোভিড -১৯ সম্পর্কিত প্রয়োজনীয় ওষুধ এবং তার বাফার স্টকের উপস্থিত ও ওষুধের সরবরাহ বিষয়ে পর্যালোচনা করেছেন।

পর্যালোচনায়,  এটি লক্ষ করা গেছে যে সমস্ত প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ রয়েছে।এমনকি  এই ওষুধের কাঁচামালও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে।

৮ টি ওষুধের জন্য কৌশলগত বাফার স্টক তৈরি করা হয়েছে, এগুলো সবই দেশে পাওয়া যাচ্ছে।এগুলি হল-টোকিলিজুমাব,মিথাইল প্রেডিনিসোলোন,এনাক্সোপিরিন,ডেক্সামেথাসোন,রেমডেসিভির,অ্যামফোটেরিসিন বি ডিঅক্সিকোলেট,পোসাকোনাজল,ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিলিন(আইভিআইজি)।

পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

CG/SS


(Release ID: 1751252) Visitor Counter : 216