স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Posted On: 29 AUG 2021 9:24AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯শে আগস্ট, ২০২১
 

দেশজুড়ে টিকাকরণ অভিযানে  পর্যন্ত ৬৩ কোটি  ৯লক্ষ  টিকা দেওয়া হয়েছে।   

গত চল্লিশ ঘন্টায় ৭৩ লক্ষ ৮০ হাজারের বেশি টিকা দেওয়া হয়েছে।

গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫,০৮৩ জন   

মোট সংক্রমিতের  ১.১৩এখন চিকিৎসাধীন।  

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা  বর্তমানে  ৩লক্ষ ৬৮হাজার ৫শো ৫৮জন 

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার   ৯৭.৫৩%       

সারা দেশে  পর্যন্ত মোট সুস্থ হয়েছেন  কোটি ১৮ লক্ষ  ৮৮হাজার  ৬৪২ জন।

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৩৫হাজার ৮৪০ জন।      

সাপ্তাহিক সংক্রমিতের হার ৬৫ দিন ধরে  শতাংশের নিচে রয়েছে,  বর্তমানে  ২.২৮%    

দৈনিক সংক্রমিতের হার গত ৩৪ দিন ধরে % কম౼আজ এই হার  .৫৭%       

নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে,  মোট নমুনা পরীক্ষা হয়েছে  ৫১কোটি  ৮৬লক্ষ।

 

CG/CB/SFS


(Release ID: 1750121) Visitor Counter : 187