তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী অনুরাগ ঠাকুর "মেকিং অফ দা কনস্টিটিউশন"-এর ওপর একটি ই- ফটো প্রদর্শনী এবং "চিত্রাঞ্জলি ৭৫" বিষয় ভার্চুয়াল ফিল্ম পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেছেন

प्रविष्टि तिथि: 27 AUG 2021 4:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ আগস্ট, ২০২১

 

কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী কিষান রেড্ডি আজ ভারতের সংবিধান রচনার বিষয়ে একটি ই-ফটো প্রদর্শনী "মেকিং অফ দা কনস্টিটিউশন" এর উদ্বোধন করেছেন। এছাড়াও তাঁরা

"চিত্রাঞ্জলি ৭৫" বিষয়ে একটি ভার্চুয়াল ফিল্ম পোস্টার প্রদর্শনীরও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান, সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এবং বিদেশ প্রতিমন্ত্রী শ্রীমতি মিনাক্ষী লেখি উপস্থিত ছিলেন।

আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর জানান, এই ধরনের প্রদর্শনী করার অর্থ হচ্ছে যাতে সাধারণ মানুষ জানতে পারে যে কিভাবে আমাদের সংবিধান রচনা করা হয়েছিল।

ভার্চুয়াল পোস্টার প্রদর্শনীর সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, " চিত্রাঞ্জলি ৭৫" ভারতীয় চলচ্চিত্রের ৭৫ বছরকে উপস্থাপনা করে।

 

 CG/ SB


(रिलीज़ आईडी: 1749735) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Malayalam , Tamil , Telugu , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati