প্রধানমন্ত্রীরদপ্তর

সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গোঞ্জালভেসের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

प्रविष्टि तिथि: 09 AUG 2021 9:58AM by PIB Kolkata

নতুনদিল্লি,৯ই আগস্ট, ২০২১


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্সের প্রধানমন্ত্রী মিঃ রালফ গোঞ্জালভেসের উপর হামলার ঘটনার  নিন্দা জানিয়েছেন এবং মিঃ গোঞ্জালভেসের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেছেন। 
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্সের প্রধানমন্ত্রী মিঃ রালফ গোঞ্জালভেসের উপর হামলার ঘটনায় আমি   নিন্দা জানাই এবং মিঃ গোঞ্জালভেসের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করি।  @ComradeRalph, আজ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে সামুদ্রিক সুরক্ষার উপর প্রকাশ্য বিতর্কে আপনার অনুপস্থিতি অনুভব করব।“

 
CG/CB/


(रिलीज़ आईडी: 1744037) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Tamil , Telugu , Kannada , Malayalam