প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভারতে পাঠানো বিশেষ বাণিজ্য দূত মিঃ টনি অ্যাবটের সঙ্গে বৈঠক

Posted On: 05 AUG 2021 6:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ অগাস্ট, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভারতে পাঠানো বিশেষ বাণিজ্য দূত প্রাক্তন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী মিঃ টনি অ্যাবটের সঙ্গে বৈঠক করেছেন । টনি অ্যাবট ২-৬ অগাস্ট পর্যন্ত ভারত সফরে রয়েছেন ।
উভয় নেতৃত্ব ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কৌশলগত অংশিদারিত্বের পূর্ণ সম্ভাবনার বিষয়, অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপায়, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা করেছেন ।
উভয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ধিত অর্থনৈতিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন । এই সহযোগিতা উভয় দেশে কোভিড ১৯ মহামারির জেরে উদ্ভূত অর্থনৈতিক সমস্যা মোকাবিলা এবং স্থিতিশীল, সুরক্ষিত ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধির সুফল ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সুসম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন । এই সুসম্পর্ক গড়ে ওঠার জন্য প্রধানমন্ত্রী মরিসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যাবটের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসাও জানান ।
প্রধানমন্ত্রী শ্রী মোদী গত বছর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের কথাও স্মরণ করেন । পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী মরিসনকে ভারতে আসার জন্য আহ্বান জানান শ্রী মোদী ।
গত বছরের চৌঠা জুন প্রধানমন্ত্রী মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মধ্যে অনুষ্ঠিত ‘লিডার্স ভার্চুয়াল শীর্ষ সম্মেলন’-এ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত অংশিদারিত্বের বিষয় তুলে ধরা হয় । এর আওতায় ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যি সম্প্রসারণ ও বিনিয়োগে উৎসাহ যোগানোর জন্য পারস্পরিক সুবিধার বিষয় এবং দ্বিপাক্ষিক সর্বাঙ্গিন অর্থনৈতিক সহযোগিতা চুক্তি পুণরায় কার্যকর করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । এরই অঙ্গ হিসেবে মিঃ টনি অ্যাবট এই দেশ সফরে এসেছেন ।

CG/SS/RAB



(Release ID: 1743025) Visitor Counter : 160