প্রধানমন্ত্রীরদপ্তর

হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মোয়েইস -এর হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

प्रविष्टि तिथि: 09 JUL 2021 8:23AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৯ জুলাই, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মোয়েইস'এর হত্যা এবং তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মার্টিন মোয়েইস-এর ওপর হামলার  ঘটনায় গভীর শোক প্রকাশ  করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন : “রাষ্ট্রপতি জোভেনেল মোয়েইস'এর হত্যা এবং তাঁর স্ত্রী মার্টিন মোয়েইস-এর ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। রাষ্ট্রপতি মোয়েইস-এর পরিবার এবং হাইতির জনগণের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।”

 

CG/SS/SKD/


(रिलीज़ आईडी: 1734158) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam