মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী আজ নিপুণ ভারত কর্মসূচির সূচনা করেছেন

Posted On: 05 JUL 2021 4:17PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৫ জুলাই, ২০২১

 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ ভার্চুয়াল মাধ্যমে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউম্যারেসি – নিপুণ ভারত কর্মসূচির সূচনা করেছেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মধ্যে তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বই পড়া, লেখা এবং অঙ্ক করার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি সুনিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এই সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যালয় শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ভাষণে শ্রী পোখরিয়াল জানান, ৩ থেকে ৯ বছর বয়সের শিশুদের শিক্ষার প্রয়োজনতা পূরণ করবে এই নিপুণ ভারত কর্মসূচি। তিনি বলেন, প্রত্যেক শিশুর প্রাথমিক ভাষার বিকাশ, সাক্ষরতা এবং অঙ্ক শেখার দক্ষতা বিকাশের ওপর শিক্ষক শিক্ষিকাদের নজর দেওয়া বিশেষ প্রয়োজন। এই কর্মসূচি শিশুদের আরও ভালো শিক্ষা ও লেখার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। ছাত্র-ছাত্রীদের মধ্যে সাক্ষরতা ও গণনার মূল ভিত গড়ে তুলতে প্রয়োজনীয় পরিবেশ পাওয়া যাবে এই নিপুণ ভারত কর্মসূচি থেকে। জাতীয় শিক্ষা নীতি ২০২০-র ওপর জোর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, সমস্ত শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা ও গণনার বিষয়ে জ্ঞান অর্জনের ওপর নজর দেওয়া প্রয়োজন। এই জাতীয় শিক্ষা নীতিতে সে বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নিপুণ ভারত কর্মসূচির আওতায় একটি কার্যকরী নির্দেশিকা তৈরি করা হয়েছে। শ্রী পোখরিয়াল বলেন, কেন্দ্রের সমগ্র শিক্ষা অভিযানের আওতায় জাতীয়, রাজ্য, জেলা, ব্লক এবং বিদ্যালয় স্তরে – পাঁচ স্তরীয় ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তিনি বলেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় ইতিমধ্যে ২৬৮৮.১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে শ্রী ধোতরে গুণমান সম্পন্ন শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শক্তিশালী দেশ গঠনের মূল ভিত্তি হলো মান সম্মত শিক্ষা। মন্ত্রী জানান, এই নিপুণ ভারত কর্মসূচি বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই কর্মসূচি শিক্ষার্থীদের শুধুমাত্র উচ্চ শ্রেণীতে পড়াশুনার ক্ষেত্রেই সাহায্য করবে না, বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হয়ে উঠতেও সহায়তা করবে।  

নিপুণ ভারত কর্মসূচির নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন নিম্ন লিখিত লিঙ্কে – 

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/NIPUN_BHARAT_GUIDELINES_EN.pdf 

 

CG/SS/SKD/


(Release ID: 1732967) Visitor Counter : 742