প্রধানমন্ত্রীরদপ্তর
উন্নত ও প্রগতিশীল জম্মু-কাশ্মীর গড়ার বর্তমান উদ্য়োগে আজকের বৈঠক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ : প্রধানমন্ত্রী
জম্মু-কাশ্মীরে তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করা আমাদের অন্যতম লক্ষ্য: প্রধানমন্ত্রী
জম্মু-কাশ্মীর যাতে একটি নির্বাচিত সরকার পায়, তার জন্য পুনর্বিন্যাসের কাজ দ্রুত গতিতে করা হচ্ছে: প্রধানমন্ত্রী
Posted On:
24 JUN 2021 8:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪শে জুন, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক করেছেন। একটি উন্নত ও প্রগতিশীল জম্মু-কাশ্মীর গড়ার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সর্বস্তরের বিকাশ সুনিশ্চিত হবে।
বৈঠকের পর একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সার্বিক বিকাশকে ত্বরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উন্নত ও প্রগতিশীল জম্মু-কাশ্মীর গড়ে তোলা সুনিশ্চিত হবে।
জম্মু-কাশ্মীরে তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করা আমাদের মূল লক্ষ্য। এই অঞ্চলের দায়িত্ব একটি নির্বাচিত সরকারকে দেওয়ার জন্য আসন পুনর্বিন্যাসের কাজ দ্রুত গতিতে চলছে। এর ফলে জম্মু-কাশ্মীরে বিকাশ ত্বরান্বিত হবে।
সকলের সঙ্গে এক টেবিলে বসে মতবিনিময় করাই আমাদের গণতন্ত্রের মূল শক্তি। আমি, জম্মু-কাশ্মীরের নেতৃবৃন্দকে জানিয়েছি যে, যুব সম্প্রদায় সহ জনসাধারণ এই অঞ্চলের রাজনীতিতে নেতৃত্বদান করবে এবং তাদের চাহিদা পূরণ নিশ্চিত করবে। ”
CG/CB/SFS
(Release ID: 1730178)
Visitor Counter : 203
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam