স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০,৪২১ জন ; যা ৭৪ দিনের মধ্যে সর্বনিম্ন
ভারতে ৬৬ দিন পর চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা কমে হয়েছে ১০ লক্ষের নিচে
এক মাসের উপর দৈনিক নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি
আরোগ্য লাভের হার বেড়ে হয়েছে ৯৫.৪৩ শতাংশ
তিন সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের কম- আজ এই হার ৪.৭২ শতাংশ
Posted On:
14 JUN 2021 2:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ই জুন, ২০২১
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০,৪২১ জন। পর পর সাত দিন দেশে এই সংখ্যা ১ লক্ষের কম। কেন্দ্র এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ উদ্যোগে এই সাফল্য পাওয়া যাচ্ছে। ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। এই সংখ্যা আরও কমে হয়েছে ৯,৭৩,১৫৮ জন। পর পর ৬৬ দিন সক্রিয় চিকিৎসাধীনের সংখ্যা ১০ লক্ষের নিচে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সক্রিয় চিকিৎসাধীনের সংখ্যা ৫৩,০০১ কমেছে। আজকের হিসেবে দেশে মোট সংক্রমিতের মাত্র ৩.৩০ শতাংশ চিকিৎসাধীন।
দেশে পর পর ৩২ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ১,১৯,৫০১ জন আরোগ্য লাভ করেছেন। একদিনে প্রায় ৫০ হাজার সংক্রমিত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ২,৮১,৬২,৯৪৭ জন সুস্থ হয়ে ওঠেছেন । জাতীয় কোভিড মুক্তির হার ৯৫.৪৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশে ১৪,৯২,১৫২২ টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত দেশে ৩৭,৯৬,২৪,৬২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এক দিকে যেমন নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে, অন্যদিকে সংক্রমণের হার নিম্নমুখী। আজ এই হার ৪.৭২ শতাংশ। পর পর ২১ দিন এই হার ১০ শতাংশের কম। সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৫৪ শতাংশ।
দেশে এ পর্যন্ত ২৫,৪৮,৪৯,৩০১ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০০,৫১,৭৮৫ জন টিকার প্রথম ডোজ এবং ৬৯,৬৭,৮২২ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৬৭,৫৭,৫৭৫ জন প্রথম ডোজ এবং ৮৮,৫২,৫৬৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪,১২,৭১,১৬৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭,৬৯,৫৭৫ জন। ৪৫-৬০ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৭,৫৭,০৮,১০২ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,১৯,৭৭,০০০ জন। যাঁদের বয়স ৬০এর ওপরে তাঁদের মধ্যে ৬,২৫,৮১,০৪৪ জন প্রথম ডোজ এবং ১,৯৯,১২,৬৬৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
CG/CB/SFS
(Release ID: 1727021)
Visitor Counter : 176
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam