স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্র রাজ্যগুলিকে কো-উইন ২.০তে নিবন্ধীকরণের জন্য সচিত্র পরিচয়পত্র হিসেবে ইউনিক ডিজেবিলিটি আইডেন্টিফিকেশন কার্ডকে (ইউডিআইডি) স্বীকৃতি দিতে বলেছে

টিকাকরণ প্রক্রিয়াকে সর্বজনীন করে তোলার জন্য কেন্দ্রের নিরন্তর প্রচেষ্টার এটি একটি অঙ্গ

Posted On: 07 JUN 2021 3:37PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৭  জুন, ২০২১


কেন্দ্র ১৬ জানুয়ারি থেকে কার্যকর টিকাকরণ কর্মসূচি নিশ্চিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে একযোগে কাজ করছে। দেশজুড়ে বিভিন্ন শ্রেণীর মানুষের টিকাকরণ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। কোভিড টিকাকরণ পদ্ধতিতে এই প্ল্যাটফর্ম মূল কারিগরি চালিকাশক্তি। কেন্দ্রীয় সরকার টিকাকরণকে সর্বজনীন করার জন্য প্রতিনিয়ত যে উদ্যোগ নিচ্ছে তারই অঙ্গ হিসেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্বাস্থ্য মন্ত্রক আজ একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে ইউনিক ডিজেবিলিটি আইডেন্টিফিকেশন কার্ডকে (ইউডিআইডি) কো-উইন পোর্টালে নাম নিবন্ধীকরণের জন্য স্বীকৃতি দিতে বলেছে। দোসরা মার্চ কো-উইন ২.০ সংক্রান্ত নির্দেশাবলীতে টিকাকরণে যাচাই করার জন্য সাত ধরণের সচিত্র পরিচয়পত্রের কথা বলা হয়েছিল। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লেখা চিঠিতে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ দপ্তরের ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ণ দপ্তর যে সচিত্র পরিচয়পত্র দিয়ে থাকে তাতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, জন্মের সাল, লিঙ্গ ও ছবি থাকে- যা কোভিড-১৯ টিকাকরণে শনাক্তকরণের জন্য সবকটি শর্তই পূরণ করে। তাই কো-উইনে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের টিকাকরণের সময় ইউডিআইডি-কে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরজন্য কো-উইন পোর্টালে শীঘ্রই পরিবর্তন করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইউডিআইডি কার্ডের বিষয়ে প্রয়োজনীয় প্রচার চালাতে পরামর্শ দিয়েছে। 

 

CG/CB /NS



(Release ID: 1725121) Visitor Counter : 217