স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

গত ২৪ ঘণ্টায় ২০.৬৬ লক্ষর বেশী নমুনা পরীক্ষা করে ভারত আবারও রেকর্ড তৈরি করল

পর পর চারদিন দৈনিক ২০ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে
দৈনিক সংক্রমনের হার কমে এসে হয়েছে ১২.৪৫
৯ দিন ধরে দৈনিক আরোগ্য লাভের হার নতুন সংক্রণের চাইতে বেশি
পর পর ৬ দিন ৩ লক্ষের কম সংক্রমিত হচ্ছেন

Posted On: 22 MAY 2021 11:40AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২  মে, ২০২১

 

ভারতে একদিনে ২০,৬৬,২৮৫টি নমুনা পরীক্ষা হওয়ায় এক নতুন রেকর্ড সৃষ্টি হল। পর পর ৪ দিন ২০ লক্ষের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। দৈনিক সংক্রমণের হার কমে এসে দাঁড়িয়েছে ১২.৪৫ শতাংশে।

ভারতে পর পর ৯ দিন আরোগ্য লাভের সংখ্যা নতুন সংক্রমণের থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় ৩,৫৭,৬৩০ জন কোভিড মুক্ত হয়েছেন। আজ পর্যন্ত দেশে মোট ২,৩০,৭০,৩৬৫টি নমুনা পরীক্ষা হয়েছে। জাতীয় কোভিড মুক্তির হার ৮৭.৭৬ শতাংশ। এর মধ্যে ৭৩.৪৬ শতাংশ বাস করেন ১০টি রাজ্যে।

আর একটি ইতিবাচক দিক হল পর পর ৬ দিন ভারতে ৩ লক্ষের কম নাগরিক কোভিডে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২,৫৭,২৯৯ জন। এর মধ্যে ৭৮.১২ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। তামিলনাড়ুতে ৩৬,১৮৪ জন, কর্ণাটকে ৩২,২১৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

অন্যদিকে ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা কমে হয়েছে ২৯,২৩,৪০০ জন। দেশে মোট সংক্রমিতের মাত্র ১১.১২ শতাংশ সংক্রমিত চিকিৎসাধীন। এদের মধ্যে ৬৯.২৪ শতাংশ ৮টি রাজ্যে বাস করেন।

দেশে এ পর্যন্ত ১৯,৩৩,৭২,৮১৯ জন টিকা পেয়েছেন।এদের মধ্যে ৬৬.৩ শতাংশ ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাস করেন।   প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ৯৭,৩৮,১৪৮ জন প্রথম ডোজ এবং ৬৬,৯১,৩৫০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। সামনের সারিতে থাকা যোদ্ধাদের মধ্যে ১,৪৩,৭০,০৮১ জন প্রথম ডোজ এবং ৮৩,০৬,০২০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। যাঁদের বয়স ১৮-৪৫এর মধ্যে তাদের ৯২,৯৭,৫৩২ জন টিকা পেয়েছেন। যাঁদের বয়স ৪৫-৬০ এর মধ্যে তাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬,০২,১১,৯৫৭ জন। যাঁদের বয়স ৬০এর ওপরে তাঁদের মধ্যে ৫,৬৩,৮৩,৭৬০ জন প্রথম ডোজ এবং ১,৮১,৮৯,৬৭৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

 

CG/CB/NS



(Release ID: 1720893) Visitor Counter : 194