স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দেশজুড়ে ১৯ কোটির বেশি টিকাকরণ হয়েছে

গত ২৪ ঘন্টায় ভারতে সর্বোচ্চ ২০.৬১ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে : আরেকটি নতুন রেকর্ড তৈরি হল
দৈনিক সংক্রমণের হার হ্রাস পেয়ে হয়েছে ১২.৫৯ শতাংশ
পর পর ৮ দিন দৈনিক আরোগ্য লাভের হার নতুন সংক্রমণের থেকে বেশি
পর পর ৫ দিন দৈনিক সংক্রমণ ৩ লক্ষের কম

Posted On: 21 MAY 2021 11:53AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১শে  মে, ২০২১

 

দেশজুড়ে টিকাকরণ অভিযানের তৃতীয় পর্বে আজ ১৯,১৮,৭৯,৫০৩টি টিকার ডোজ দিয়ে ভারত, কোভিড – ১৯ এর টিকাকরণে নতুন মাইলফলক স্পর্শ করলো। এদের মধ্যে স্বাস্থ্যকর্মীরা প্রথম ডোজ পেয়েছেন, ৯৭,২৪,৩৩৯টি এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন, ৬৬,৮০,৯৬৮টি। সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের মধ্যে ১,৪৭,৯১,৬০০ জন প্রথম ডোজ ও ৮২,৮৫,২৫৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ৪৫ – ৬০ বছর বয়সী নাগরিকদের মধ্যে ৫,৯৮,৩৫,২৫৬ জন প্রথম ডোজ ও ৯৫,৮০,৮৬০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ষাটোর্ধ নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন, ৫,৬২,৪৫,৬২৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন, ১,৮১,৩১,১০২ জন। ১৮ – ৪৪ বছর বয়সীদের মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন, ৮৬,০৪,৪৯৮ জন। এদের মধ্যে ৬৬.৩২ শতাংশ বাস করেন ১০টি রাজ্যে।

গত ২৪ ঘন্টায় ২০,৬১,৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এক দিনে সর্বাধিক নমুনা পরীক্ষা করে ভারত, নতুন রেকর্ড তৈরি করলো। দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে, ১২.৫৯ শতাংশ।

ভারতে গত ২৪ ঘন্টায় ৩,৫৭,২৯৫ জন আরোগ্য লাভ করেছেন। পর পর ৮ দিন দৈনিক আরোগ্য লাভের হার নতুন সংক্রমণের থেকে বেশি। ভারতে আজ পর্যন্ত ২,২৭,১২,৭৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় কোভিড মুক্তির হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.২৫ শতাংশে। এদের মধ্যে ৭৪.৫৫ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা।

পর পর ৫ দিন দৈনিক সংক্রমণ ৩ লক্ষের কম। গত ২৪ ঘন্টায় ২,৫৯,৫৫১ জন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ৭৬.৬৬ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। তামিলনাডুতে ৩৫,৫৭৯ জন, কেরালায় ৩০,৪৯১ জন সংক্রমিত হয়েছেন।

এই মুহুর্তে দেশে সক্রিয় চিকিৎসাধীনের সংখ্যা ৩০,২৭,৯২৫। ভারতে মোট সংক্রমিতের ১১.৬৩ শতাংশ এই মুহুর্তে চিকিৎসাধীন। এদের মধ্যে ৬৯.৪৭ শতাংশ ৮টি রাজ্যের বাসিন্দা।

 

CG/CB/SFS



(Release ID: 1720686) Visitor Counter : 241