স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

পর পর ৭ দিন নতুন সংক্রমিতের চাইতে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি

পর পর চার দিন নতুন সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষের কম
গত ২৪ ঘণ্টা দেশে সর্বোচ্চ ২০.৫৫ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে- যা নতুন রেকর্ড গড়েছে

Posted On: 20 MAY 2021 11:14AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০  মে, ২০২১

 

পর পর ৭ দিন ভারতে সুস্থ হয়ে ওঠার সংখ্যা নতুন করে সংক্রমিতের থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় ৩,৬৯,০৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে এ পর্যন্ত মোট ২,২৩,৫৫,৪৪০ জন আরোগ্য লাভ করলেন। জাতীয় কোভিড মুক্তির হার ৮৬.৭৪ শতাংশ। নতুন করে যারা আরোগ্যলাভ করেছেন তাঁদের মধ্যে ৭৫.১১ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা।

আর একটি ইতিবাচক দিক হল, পর পর চার দিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষেরও কম। গত ২৪ ঘণ্টায় ২,৭৬,১১০ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৭৭.১৭ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। তামিলনাড়ুতে ৩৪,৮৭৫ জন, কর্ণাটকে ৩৪,২৮১ জন এবং মহারাষ্ট্রে ৩৪,০৩১ জন সংক্রমিত হয়েছেন।

অন্যদিকে ভারতে সক্রিয় চিকিৎসাধীনের সংখ্যা কমে ৩১,২৯,৮৭৮-এ নেমে এসেছে। দেশে মোট সংক্রমিতের ১২.১৪ শতাংশ বর্তমানে চিকিৎসাধীন। এঁদের মধ্যে ৬৯.২৩ শতাংশ ৮টি রাজ্যের বাসিন্দা।  

গত ২৪ ঘণ্টায় ভারতে ২০,৫৫,০১০টি নমুনা পরীক্ষা হয়েছে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে দেশ এক নতুন রেকর্ডে পৌঁছলো। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছেন ১৩.৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩,৮৭৪ জন সংক্রমিত মারা গেছেন। জাতীয় মৃত্যুর হার ১.১১ শতাংশ। এদের মধ্যে ৭২.২৫ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে ৫৯৪ জন ও কর্ণাটকে ৪৬৮ জন নতুন করে প্রাণ হারিয়েছেন।  

দেশজুড়ে তৃতীয় পর্যায়ের টিকাকরণে আজ পর্যন্ত মোট ১৮,৭০,০৯,৭৯২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৮৬,৮৫,৯৩৪ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৬,৬৭,৩৯৪ জন। সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ১,৪৬,৩৬,৫০১ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮২,৫৬,৩৮১ জন। ৪৫-৬০ বছর নাগরিকদের মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৫,৮৩,৪৭,৯৫০ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯৪,৩৬,১৬৮ জন। ষাটোর্দ্ধ নাগরিকদের মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৫,৪৯,৩৬,০৯৬ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,৮০,২৬,১৭৯ জন। ১৮-৪৪ বছর বয়সী নাগরিকদের মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৭০,১৭,১৮৯ জন। এদের মধ্যে ৬৬.৬১ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। 

 

CG/CB/NS



(Release ID: 1720347) Visitor Counter : 204