স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড ত্রাণের বিষয়ে সর্বশেষ তথ্য

Posted On: 11 MAY 2021 3:42PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১১  মে, ২০২১

 

কেন্দ্র ২৭ এপ্রিল থেকে বিভিন্ন রাষ্ট্র ও সংগঠনের পক্ষ থেকে অভূতপূর্ব কোভিড সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক ত্রাণ ও সহায়তা গ্রহণ করছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এইসব সামগ্রী যাতে দ্রুতভাবে পাঠানো যায় তার জন্য সম্পূর্ণ সরকারি উদ্যোগ বিভিন্ন মন্ত্রক ও দপ্তর একযোগে কাজ করে চলেছে।

২৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সড়কপথে ও বিমানে ৯২০০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫২৪৩টি অক্সিজেন সিলিন্ডার, ১৯টি অক্সিজেন উৎপাদক প্ল্যান্ট, ৫৯১৩টি ভেন্টিলেটর/বাইপ্যাপ এবং ৩ লক্ষ ৪৪ হাজার রেমডেসিভিরের ভয়েল পাঠানো হয়েছে। 

১০ মে সংযুক্ত আরব আমিরশাহী, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস থেকে যেসব সামগ্রী এসেছে তারমধ্যে রয়েছে : ৬১০টি ভেন্টিলেটর/বাইপ্যাপ/সিপ্যাপ, ৩০০টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ১২ হাজার ৬০০ স্ট্রিপ ফেভিপিরাভির। প্রতিটি স্ট্রিপে ৪০টি করে ট্যাবলেট রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে দ্রুত এইসব সামগ্রী পায় সেটি নিশ্চিত করছে। মন্ত্রকের কো-অর্ডিনেশন সেল বিদেশ থেকে আসা কোভিড ত্রাণ সামগ্রী সকলের মধ্যে বন্টন করছে। ২৬ এপ্রিল থেকে এই সেল কাজ শুরু করেছে। দোসরা মে থেকে স্বাস্থ্য মন্ত্রক এ বিষয়ে সাধারণ পরিচালন পদ্ধতি মেনে চলছে।

 

 
CG/CB /NS



(Release ID: 1717753) Visitor Counter : 149