স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

তৃতীয় পর্যায়ে কোভিড টিকাকরণ সংক্রান্ত সর্বশেষ তথ্য

কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্মে একটি নতুন সিকিউরিটি ফিচার যুক্ত হয়েছে
অনলাইন বুকিং/অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ত্রুটি কমাতে চার সংখ্যার সিকিউরিটি কোড যাচাই পদ্ধতি আগামীকাল থেকে চালু

Posted On: 07 MAY 2021 12:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ মে, ২০২১

 

কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে যে, যেসমস্ত ব্যক্তি কোভিড টিকাকরণের জন্য কো-উইন পোর্টালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং টিকার ডোজের জন্য এসএমএস মারফৎ নোটিফিকেশন পেয়েছেন কিন্তু নির্দিষ্ট দিনে তারা টিকাগ্রহণ কেন্দ্রে উপস্থিত হননি। টিকাকরণ কেন্দ্রে উপস্থিত না হওয়ার বিষয়টি যাচাই করে দেখার পর জানা গেছে যে, কো-উইন পোর্টালে ভুল তথ্য তালিকাভুক্তির ফলে অন্য একজন ব্যক্তির টিকাকরণ হয়েছে। 

তাই এই ধরণের ত্রুটি কমাতে এবং সাধারণ মানুষের অসুবিধা দূর করতে কো-উইন প্ল্যাটফর্মে আগামীকাল থেকে চার সংখ্যার একটি সিকিউরিটি কোড যাচাই পদ্ধতি চালু করা হচ্ছে। এর ফলে, চার সংখ্যার ওই সিকিউরিটি কোড যাচাইয়ের পর যদি দেখা যায় সংশ্লিষ্ট ব্যক্তি টিকা নেওয়ার যোগ্য, তবে সেক্ষেত্রে তাকে টিকা দেওয়া হবে। অবশ্য চার সংখ্যার সিকিউরিটি কোড যাচাইকারী/টিকাদাতা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে টিকা দেওয়ার পূর্বে জানতে চাইবেন এবং এরপর ওই কোড কো-উইন প্ল্যাটফর্মে যাচাইয়ের জন্য এন্ট্রি করার পর টিকাকরণের বিষয়টি নিশ্চিত হবে। 

কো-উইন প্ল্যাটফর্মে নতুন এই সিকিউরিটি কোড যাচাই ব্যবস্থা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা টিকাকরণের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করবেন। অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত অ্যাকনলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তিস্বীকারপত্রে চার সংখ্যার ওই সিকিউরিটি কোডটি উল্লেখ থাকবে। টিকাদাতার কাছে এই কোডটি সম্পূর্ণ অজ্ঞাত থাকবে। সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট নথিভুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির কাছে টিকাকরণ সম্পর্কিত যে এসএমএস যাবে তাতে ওই চার সংখ্যার কোডটির উল্লেখ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রাপ্তিস্বীকারপত্রটি মোবাইলে সেভ করে রাখা যাবে এবং প্রয়োজন সাপেক্ষে তা দেখানো যাবে। 

কো-উইন প্ল্যাটফর্মে এই ব্যবস্থার ফলে সেই সমস্ত ব্যক্তিরা উপকৃত হবেন যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। একজন ব্যক্তির টিকাকরণ সম্পর্কিত যাবতীয় তথ্য কো-উইন প্ল্যাটফর্মে নির্ভুল ভাবে নথিভুক্ত হবে এবং কেবল তারাই টিকাকরণ কেন্দ্রে টিকার সুবিধা পাবেন, যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চার সংখ্যার সিকিউরিটি কোড টিকাকরণের দিন টিকাকরণ কেন্দ্রে দেখাতে পারবেন। এর ফলে, ভুল ব্যক্তিকে টিকা দেওয়ার বিষয়টি দূর হবে এবং যোগ্য ব্যক্তির টিকাকরণ আরও সহজ হবে। 

এই প্রেক্ষিতে সাধারণ মানুষকে পরামর্শ দিয়ে বলা হয়েছে, তারা যেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট স্লিপে ডিজিটাল বা মুদ্রিত কপি সঙ্গে নিয়ে যান। এর পাশাপাশি নথিভুক্ত মোবাইল নম্বরে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত এসএমএস-টিও টিকাকরণ কেন্দ্রে দেখাতে পারেন। এরফলে, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আসা চার সংখ্যার সিকিউরিটি কোডটি টিকাকরণ কেন্দ্রে যাচাইয়ের পর টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। পরামর্শে আরও বলা হয়েছে, টিকা নেওয়ার পূর্বে সিকিউরিটি কোড যাচাইকারী/টিকাদাতাকে প্রাপ্ত সিকিউরিটি কোডটি দেখাতে হবে। কারণ, টিকা দেওয়ার পর ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যায়। 

 

SC/BD/AS/



(Release ID: 1716916) Visitor Counter : 195