সারওরসায়নমন্ত্রক

দেশে রেমডেসিভির উৎপাদন তিনগুণ বৃদ্ধি পেয়েছে – শ্রী মনসুখ মাণ্ডব্য

রেমডেসিভির উৎপাদনকেন্দ্রের সংখ্যাতেও তিনগুণ বৃদ্ধি

Posted On: 04 MAY 2021 1:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ মে, ২০২১

 

দেশে রেমডেসিভির-এর উৎপাদন দ্রুতগতিতে বাড়ছে। কেবল কয়েকদিনেই ভারতে রেমডেসিভির-এর উৎপাদন ক্ষমতা তিনগুণ বেড়েছে। খুব শীঘ্রই ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব হবে। কেন্দ্রীয় রসায়ন ও সার প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মাণ্ডব্য আজ একথা জানিয়েছেন। 

দেশে রেমডেসিভির উৎপাদনের পরিমাণ গত ১২ এপ্রিল ৩৭ লক্ষ থেকে বেড়ে ৪ মে দাঁড়িয়েছে ১ কোটি ৫ লক্ষ। 

বিশেষ এই ওষুধটির চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় দেশে উৎপাদনকেন্দ্রের সংখ্যাও গত ১২ এপ্রিল ২০টি থেকে বেড়ে ৪ মে ৫৭টি হয়েছে। 

করোনার বিরুদ্ধে ভারত সরকারের নিরন্তর লড়াই অব্যাহত রয়েছে। 

 

 

SC/BD/DM/

 



(Release ID: 1715905) Visitor Counter : 218