স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে মোট টিকাকরণ ১৩.২৩ কোটি ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় ২২ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের ৬০ শতাংশই ৫টি রাজ্যে
দেশে গত ২৪ ঘণ্টায় ১.৭৮ লক্ষেরও বেশি রোগী সুস্থ হয়েছেন

Posted On: 22 APR 2021 11:26AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০২১

 

বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের অঙ্গ হিসাবে আজ পর্যন্ত দেশে মোট টিকাকরণ ১৩ কোটি ২৩ লক্ষ ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্যানুযায়ী ১৩ কোটি ২৩ লক্ষ ৩০ হাজার ৬৪৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯২ লক্ষ ১৯ হাজার ৫৪৪ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ এবং ৫৮ লক্ষ ৫২ হাজার ৭১ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ১৬ লক্ষ ৩২ হাজার ৫০ জন কর্মী প্রথম ডোজ এবং ৫৯ লক্ষ ৩৬ হাজার ৫৩০ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ৭৮ লক্ষ ৬৭ হাজার ১১৮ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৫৭ লক্ষ ৬০ হাজার ৩৩১ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৪৫-৬০ বছর বয়সী ৪ কোটি ৪৪ লক্ষ ২৮ হাজার ৮৮৪ জন প্রথম ডোজ এবং ১৬ লক্ষ ৩৪ হাজার ১১৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের ৫৯.২৫ শতাংশই সম্পন্ন হয়েছে ৮টি রাজ্যে। গত ২৪ ঘণ্টায় ২২ লক্ষেরও বেশি টিকাকরণ হয়েছে। টিকাকরণ অভিযানের ৯৬তম দিনে (২১ এপ্রিল) ২২ লক্ষ ১১ হাজার ৩৩৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ লক্ষ ১ হাজার ৭০৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৭ লক্ষ ৯ হাজার ৬৩০ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট ও রাজস্থান সহ ১০টি রাজ্যে আক্রান্তের হার ৭৫.৬৬ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই আক্রান্ত হয়েছেন সর্বাধিক ৬৭ হাজার ৪৬৮ জন। উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ১০৬। অন্যদিকে, দিল্লিতে একদিনেই আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৩৮ জন। দেশে ১২টি রাজ্যে দৈনিক করোনায় আক্রান্তের রেখাচিত্র ঊর্ধ্বমুখী।

দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮, যা দেশে মোট আক্রান্তের ১৪.৩৮ শতাংশ। অবশ্য, গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৮৯০টি কমেছে। মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, কর্ণাটক এবং কেরলে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের হার ৫৯.৯৯ শতাংশ। 

দেশে আজ পর্যন্ত কোভিডে সুস্থতার সংখ্যা ১ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৮৮০। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৪.৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন। 

জাতীয় স্তরে কোভিডে মৃত্যু হার আরও কমে বর্তমানে দাঁড়িয়েছে ১.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। এর মধ্যে ১০টি রাজ্যে মৃত্যু হার ৮১.০৮ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গেছেন ২৪৯ জন।

দেশে ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – লাদাখ, সিকিম, মিজোরাম, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ প্রভৃতি। 

 

CG/BD/SB


(Release ID: 1713387) Visitor Counter : 214