স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে মোট টিকাকরণ ১১.৭২ কোটি ছাড়িয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে ২৬ কোটিরও বেশি নমুনা পরীক্ষা

১০টি রাজ্যেই আক্রান্তের হার ৭৯ শতাংশ

Posted On: 16 APR 2021 10:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ এপ্রিল, ২০২১

 

বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের অঙ্গ হিসাবে দেশে আজ পর্যন্ত ১১ কোটি ৭২ লক্ষেরও বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী সারা দেশে ১১ কোটি ৭২ লক্ষ ২৩ হাজার ৫০৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯০ লক্ষ ৮২ হাজার ৯৯৯ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ ও ৫৬ লক্ষ ৩৪ হাজার ৬৩৪ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ২ লক্ষ ৯৩ হাজার ৫২৪ জন কর্মী প্রথম ডোজ এবং ৫১ লক্ষ ৫২ হাজার ৮৯১ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। টিকাকরণ অভিযানের মাধ্যমে ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার ৮৪২ জন সুফলভোগীকে প্রথম ডোজ এবং ৩০ লক্ষ ৯৭ হাজার ৯৬১ জন সুফলভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে, ৪৫-৬০ বছর বয়সী ৩ কোটি ৮৭ লক্ষ ৪১ হাজার ৮৯০ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৯ লক্ষ ৮৮ হাজার ৭৬৮ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে টিকাকরণ অভিযানে মোট প্রদেয় টিকার মধ্যে ৫৯.৬৩ শতাংশ দেওয়া হয়েছে ৮টি রাজ্যে। দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ লক্ষেরও বেশি টিকাকরণ হয়েছে। অভিযানের ৯০তম দিনে (১৫ এপ্রিল) ২৭ লক্ষ ৩০ হাজার ৩৫৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ২১ লক্ষ ৭০ হাজার ১৪৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৫ লক্ষ ৬০ হাজার ২১৫ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট, কেরল, তামিলনাডু ও পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। এই ১০টি রাজ্যে একদিনেই আক্রান্তের হার দেশে মোট আক্রান্তের ৭৯.১০ শতাংশ। মহারাষ্ট্রে সর্বাধিক ৬১ হাজার ৬৯৫ জন আক্রান্ত হয়েছেন। উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩৩৯। অন্যদিকে, দিল্লিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৯৯ জন। দেশের ১৬টি রাজ্যে কোভিড আক্রান্তের রেখাচিত্র ঊর্ধ্বমুখী। 

দেশে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৪৩, যা দেশে মোট আক্রান্তের ১০.৯৮ শতাংশ। অবশ্য, গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৮৬৬ কমেছে। মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, কর্ণাটক এবং কেরল – এই ৫টি রাজ্যে সুস্পষ্টভাবে আক্রান্তের হার দেশে মোট আক্রান্তের ৬৫.৮৬ শতাংশ। কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের হার ৩৯.৬০ শতাংশ।

দেশে আজ করোনায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার ৮৬৬। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৭.৮০ শতাংশ। অবশ্য, গত ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ১ লক্ষ ১৮ হাজার ৩০২ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৫ জনের। ১০টি রাজ্যে মৃত্যু হার ৮৫.৪০ শতাংশ। মহারাষ্ট্রে সর্বাধিক ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। ছত্তিশগড়ে একদিনেই মারা গেছেন ১৩৫ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – লাদাখ, ত্রিপুরা, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ প্রভৃতি। 

 

CG/BD/SB



(Release ID: 1712300) Visitor Counter : 173