স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
টিকা উৎসবের চতুর্থ দিনে দেশে টিকাকরণ ১১ কোটি ছাড়িয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ লক্ষের বেশি নমুনা পরীক্ষা সহ মোট নমুনা পরীক্ষা ২৬ কোটির বেশি
নতুন করে আক্রান্তের ৮২ শতাংশ ঘটনায় ১০টি রাজ্যে
Posted On:
14 APR 2021 11:40AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৪ এপ্রিল, ২০২১
টিকা উৎসবের চতুর্থ দিনে আজ পর্যন্ত দেশে ১১ কোটির বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী ১১ কোটি ১১ লক্ষ ৭৯ হাজার ৫৭৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
টিকা গ্রহীতা সুফলভোগীদের মধ্যে ৯০ লক্ষ ৪৮ হাজার ৬৮৬ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৫৫ লক্ষ ৮১ হাজার ৭২ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ১ লক্ষ ৩৬ হাজার ৪৩০ জন কর্মী প্রথম ডোজ এবং ৫০ লক্ষ ১০ হাজার ৭৭৩ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৩৫৪ জন সুফলভোগী টিকার প্রথম ডোজ এবং ২৪ লক্ষ ৬৭ হাজার ৪৮৪ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে ৪৫-৬০ বছর বয়সী ৩ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার ৪৪৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৮ লক্ষ ১৮ হাজার ৩৩৫ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের ৬০.১৬ শতাংশই ৮টি রাজ্যে হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪০ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশজুড়ে টিকাকরণ অভিযানের ৮৮তম দিনে (১৩ এপ্রিল) ২৬ লক্ষ ৪৬ হাজার ৫২৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ২২ লক্ষ ৫৮ হাজার ৯১০ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৩ লক্ষ ৮৭ হাজার ৬১৮ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশ থেকে কোভিড সংক্রমণ প্রতিহত করতে আরও একটি মাইলফলক হিসেবে আজ পর্যন্ত ২৬ কোটির বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৪ লক্ষ ১১ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে প্রায় ১৫ লক্ষ হয়েছে।
এদিকে দেশে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লী, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, গুজরাট ও রাজস্থান সহ ১০টি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে। এই ১০টি রাজ্যে নতুন করে করোনায় আক্রান্তের হার ৮২.০৪ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই ৬০ হাজার ২১২ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯৬৩। অন্যদিকে ছত্তিশগড়ে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১২১। ১৬টি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় ক্রমাগত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
ভারতে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৬৫ হাজার ৭০৪, যা মোট আক্রান্তের ৯.৮৪ শতাংশ। অবশ্য গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৬টি কমেছে। মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং কেরালায় আক্রান্তের হার দেশে মোট আক্রান্তের ৬৮.১৬ শতাংশ। কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের হার ৪৩.৫৪ শতাংশ।
দেশে আজ করোনায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৩৬ হাজার ৩৬। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৮.৯২ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৮২ হাজার ৩৩৯ জন। অন্যদিকে আলোচ্য সময়ে করোনায় মারা গেছেন ১ হাজার ২৭ জন। ১০টি রাজ্যে মৃত্যুহার ৮৬.০৮ শতাংশ। মহারাষ্ট্রে সর্বাধিক ২৮১ জনের মৃত্যু হয়েছে। ছত্তিশগড়ে একদিনেই মারা গেছেন ১৫৬ জন।
দেশে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে- লাদাখ, ত্রিপুরা, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচলপ্রদেশ প্রভৃতি।
CG/BD/NS
(Release ID: 1711857)
Visitor Counter : 236
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam