স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, তামিলনাডু, গুজরাট, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশে দৈনিক আক্রান্তের ঘটনায় বৃদ্ধি
সারা দেশে ৬.৩ কোটিরও বেশি টিকাকরণ
Posted On:
31 MAR 2021 12:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মার্চ ২০২১
মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, তামিলনাডু, গুজরাট, পাঞ্জাব ও মধ্যপ্রদেশ – এই ৮টি রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে। এই রাজ্যগুলিতে আক্রান্তের হার ৮৪.৭৩ শতাংশ। এমনকি, গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৪৮০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ২৭ হাজার ৯১৮ জন আক্রান্ত। ছত্তিশগড়ে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১০৮। অন্যদিকে, কর্ণাটকে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৫ জন।
উপরোক্ত ৮টি রাজ্য বাদে হরিয়ানা ও রাজস্থানেও দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫২ হাজার ৫৬৬। আক্রান্তের এই সংখ্যা মোট করোনার কেবল ৪.৫ শতাংশ। অবশ্য, গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৪৬টি কমেছে।
দেশে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের ৭৯.৩০ শতাংশই মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, পাঞ্জাব ও ছত্তিশগড় – এই ৫টি রাজ্য থেকে। কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের হার ৬১ শতাংশের বেশি।
দেশে কোভিড টিকাকরণ অভিযানের আওতায় আজ সকাল ৭টা পর্যন্ত ৬ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার ৩৫৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮২ লক্ষ ১৬ হাজার ২৩৯ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ, ৫২ লক্ষ ১৯ হাজার ৫২৫ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইসঙ্গে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৯০ লক্ষ ৪৮ হাজার ৪১৭ জন কর্মীকে প্রথম ডোজ এবং ৩৭ লক্ষ ৯০ হাজার ৪৬৭ জন কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কয়েকটি উপসর্গবিশিষ্ট ৪৫ বছরের বেশি বয়সী ৭৩ লক্ষ ৫২ হাজার ৯৫৭ সুফলভোগীকে প্রথম ডোজ এবং ৬ হাজার ৮২৪ সুফলভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ২ কোটি ৯৩ লক্ষ ৭১ হাজার ৪২২ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৪৮ হাজার ৫০২ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
টিকাকরণ অভিযানের ৭৪তম দিনে (৩০ মার্চ) ১৯ লক্ষ ৪০ হাজার ৪৯৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ লক্ষ ৭৭ হাজার ৬৩৭ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ১ লক্ষ ৬৩ হাজার ৬৩২ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
ভারতে করোনায় আরোগ্যলাভের সংখ্যা আজ দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৩৪ হাজার ৩০১। জাতীয় স্তরে সুস্থতার হার ৯৪.১১ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ২৮০ জন আরোগ্যলাভ করেছেন। অন্যদিকে, একই সময়ে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। ৬টি রাজ্যে মৃত্যুর হার ৮২.২০ শতাংশ। কেবল মহারাষ্ট্রেই একদিনে মারা গেছেন ১৩৯ জন। পাঞ্জাবে মৃত্যু হয়েছে ৬৪ জনের।
দেশে ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর কোনও খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – রাজস্থান, আসাম, ওডিশা, লাদাখ, মণিপুর, ত্রিপুরা, সিকিম, লাক্ষাদ্বীপ, মেঘালয়, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ প্রভৃতি।
***
CG/BD/SB
(Release ID: 1708674)
Visitor Counter : 220
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam