কেন্দ্রীয়মন্ত্রিসভা

জল সম্পদ ব্যবহারে ভারত ও জাপানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 23 MAR 2021 3:21PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩ মার্চ, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে ভারতের জল শক্তি মন্ত্রকের অধীনস্থ জল সম্পদ, নদীর উন্নয়ন ও গঙ্গার পুনরুজ্জীবন দপ্তরের সঙ্গে জাপানের ভূমি, পরিকাঠামো, পরিবহণ ও পর্যটন মন্ত্রকের বিপর্যয় ব্যবস্থাপনা ব্যুরোর মধ্যে জল সম্পদের ব্যবহার সংক্রান্ত স্বাক্ষরিত সমঝোতাপত্রটিকে অনুমোদন দিয়েছে। 
 
সুবিধা সমূহ :
 
এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে জল ও অববাহিকা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং জল সংক্রান্ত প্রযুক্তির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতা রূপায়ণে সুবিধা হবে। দুটি দেশের মধ্যে যৌথ প্রকল্প বাস্তবায়ণ, তথ্য, প্রযুক্তি ও বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি হবে। 
 
জল নিরাপত্তা, সেচ ব্যবস্থার উন্নতি এবং জল সম্পদের স্থিতিশীল ব্যবহারে এই সমঝোতা সাহায্য করবে। 
 
***
 
 
 
CG/CB/NS


(Release ID: 1707080) Visitor Counter : 180