স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানে ভারতে প্রায় ৩ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ লক্ষের বেশি টিকাকরণ

মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় ক্রমাগত বৃদ্ধি

Posted On: 14 MAR 2021 11:36AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ মার্চ, ২০২১
 
ভারতে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান শুরু হয়েছে। এই টিকাকরণ অভিযানের আওতায় সুফলভোগীদের প্রায় ৩ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৮ হাজার ৪০৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৩ লক্ষ ৪৭ হাজার ৮৯৫ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ, ৪২ লক্ষ ৯৫ হাজার ২০১ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় ডোজ, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৭৩ লক্ষ ৩২ হাজার ৬৪১ জন কর্মীকে প্রথম ডোজ এবং ১১ লক্ষ ৩৫ হাজার ৫৭৩ জন কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও, একাধিক উপসর্গ বিশিষ্ট ৪৫ বছরের বেশি বয়সী ১৪ লক্ষ ৪০ হাজার ৯২ জন সুফলভোগী এবং ৬০ বছরের বেশি বয়সী ৮১ লক্ষ ৮৭ হাজার ৭ জন সুফলভোগীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে।
 
টিকাকরণ অভিযানের ৫৭ তম দিনে (১৩ মার্চ) ১৫ লক্ষ ১৯ হাজার ৯৫২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ লক্ষ ৩২ হাজার ১৩১ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ২ লক্ষ ৮৭ হাজার ৮২১ জন সুফলভোগী টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। 
 
দেশে দৈনিক ভিত্তিতে টিকাকরণের হার লাগাতার বাড়ছে। অন্যদিকে কয়েকটি রাজ্যে নতুন কোভিডে আক্রান্তের ঘটনায় দৈনিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাত, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩২০ জন আক্রান্ত হয়েছেন, যা দেশে একদিনেই মোট আক্রান্তের ৮৭.৭৩ শতাংশ। 
 
মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ১৫ হাজার ৬০২ জন আক্রান্ত হয়েছেন। কেরালায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫ জন। অন্যদিকে পাঞ্জাবে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১০।
 
৮টি রাজ্যে দৈনিক আক্রান্তের রেখাচিত্রে উর্দ্ধগতি লক্ষ্য করা যাচ্ছে। দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১০ হাজার ৫৪৪। কেবল মহারাষ্ট্র, কেরালা ও পাঞ্জাবেই আক্রান্তের হার ৭৬.৯৩ শতাংশ।
 
দেশে আজ পর্যন্ত করোনায় আরোগ্য লাভের সংখ্যা ১ কোটি ৯ লক্ষ ৮৯ হাজার ৮৯৭। জাতীয় স্তরে সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৩৭ জন করোনা মুক্ত হয়েছেন। কেবল ৬টি রাজ্যেই আরোগ্য লাভের হার ৮৩.১৩ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৭ হাজার ৪৬৭ জন আরোগ্য লাভ করেছেন।
 
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬টি রাজ্যেই মৃত্যুর হার ৮৪.৪৭ শতাংশ। মহারাষ্ট্রে সর্বাধিক ৮৮ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাবে একদিনেই মারা গেছেন ২২ জন। অন্যদিকে কেরালায় মৃত্যু হয়েছে ১২ জনের। 
 
দেশে গত ২৪ ঘণ্টায় ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনায় মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে - রাজস্থান, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, লাদাখ, মিজোরাম, অরুণাচল প্রদেশ প্রভৃতি।
 
***
 
 
 
 
CG/BD/SKD


(Release ID: 1704710) Visitor Counter : 158