স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট ও তামিলনাডুতে দৈনিক আক্রান্তের সংখ্যায় বৃদ্ধির হার অব্যাহত


সর্ববৃহৎ টিকাকরণ অভিযানের অঙ্গ হিসাবে ২.৫৬ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ লক্ষেরও বেশি কোভিড-১৯ টিকাকরণ

Posted On: 11 MAR 2021 11:02AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২১
 
মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট ও তামিলনাডুতে দৈনিক আক্রান্তের সংখ্যায় বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের ৮৫.৯১ শতাংশ ঘটনাই ঘটেছে এই রাজ্যগুলিতে। 
 
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৫৪। মহারাষ্ট্রে একদিনেই আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬৫৯ জন। কেরলে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৭৫। অন্যদিকে, পাঞ্জাবে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। 
 
৮টি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ২২৬। এই সংখ্যা মোট করোনায় আক্রান্তের কেবল ১.৬৮ শতাংশ। কেরলে গত ২৪ ঘন্টায় সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা কমেছে। অন্যদিকে, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়েছে। 
 
দেশে আজ সকাল ৭টা পর্যন্ত ২ কোটি ৫৬ লক্ষ ৮৫ হাজার ১১টি ক্ষেত্রে টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৭১ লক্ষ ৯৭ হাজার ১০০ জন স্বাস্থ্য কর্মী। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪০ লক্ষ ১৩ হাজার ২৪৯ জন স্বাস্থ্য কর্মী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৭০ লক্ষ ৫৪ হাজার ৬৫৯ জন টিকার প্রথম ডোজ এবং ৬ লক্ষ ৩৭ হাজার ২৮১ জন কর্মী টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। একাধিক উপসর্গবিশিষ্ট ৪৫ বছরের বেশি বয়সী ৯ লক্ষ ৬৭ হাজার ৫৮ জন সুফলভোগী এবং ৬০ বছরের বেশি বয়সী ৫৮ লক্ষ ১৫ হাজার ৬৬৪ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন।
 
দেশব্যাপী টিকাকরণ অভিযানের ৫৪তম দিনে (১০ মার্চ) ১৩ লক্ষ ১৭ হাজার ৩৫৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ লক্ষ ৩০ হাজার ২৪৩ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ২ লক্ষ ৮৭ হাজার ১১৪ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
 
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাজনিত মৃত্যুর সংখ্যা ১২৬। এর মধ্যে ৮২.৫৪ শতাংশই মারা গেছেন ৬টি রাজ্যে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫৪ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাবে মারা গেছেন ১৭ জন এবং কেরলে মৃত্যু হয়েছে ১৪ জনের। 
 
দেশে ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, আসাম, ওডিশা, গোয়া, লাক্ষাদ্বীপ, সিকিম, লাদাখ, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ প্রভৃতি।
 
***
 
 
 
CG/BD/SB


(Release ID: 1704100) Visitor Counter : 196