স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড ১৯ টিকাকরণের ক্ষেত্রে ভারত একটি উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে

Posted On: 09 MAR 2021 11:27AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ মার্চ, ২০২১

চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী  শুরু হওয়া কোভিড ১৯ টিকাকরণের  ক্ষেত্রে ভারত একটি উল্লেখযোগ্য সাফল্য লাভ  করেছে।গত ২৪ ঘন্টা ২০ লক্ষেরও বেশি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে।

 টিকাকরণের অভিযানের ৫২তম দিনে ৮ মার্চ পর্যন্ত ২০ লক্ষ ১৯ হাজার ৭২৩ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।  এর মধ্যে  ২৮,৮৮৪ টিকাকরণ কর্মসূচির মাধ্যমে  স্বাস্থ্য ও প্রথম সারির কর্মী মিলিয়ে ১৭ লক্ষ ১৫ হাজার ৭২৩ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ৩,০৪,৩৪৩ জন স্বাস্থ্য ও প্রথম সারির কর্মীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন  অনুযায়ী আজ সকাল ৭ টা পর্যন্ত মোট ৪,০৫,৫১৭টি কর্মসূচির মাধ্যমে  ২,৩০,০৮,৭৩৩ জনকে টিকা দেওয়া হয়েছে।এর মধ্যে ৭০,৭৫,০১০ জন স্বাস্থ্য কর্মীকে টিকার প্রথম ডোজ,৩৭,৩৯,৪৭৮ জন স্বাস্থ্য কর্মীকে দ্বিতীয় ডোজ, ৬৭,৯২,৩১৯ জন প্রথম সারির কর্মীকে প্রথম ডোজ এবং ৩,২৫,৯৭২ জন  প্রথম সারির কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ৪৫ বছরের বেশি যাদের আগে থেকেই অন্যান্য রোগের উপসর্গ রয়েছে এই ধরণের ৭ লক্ষ ১ হাজার ৮০৯ জনকে টিকার প্রথম ডোজ  এবং ৬০ বছরের বেশি ৪৩ লক্ষ ৭৪ হাজার ১৪৫ জন সুবিধাভোগীকে  টিকা দেওয়া হয়েছে। 

মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট এবং কর্ণাটকে প্রতিদিন নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে।  গত ২৪ ঘন্টায় এই রাজ্যগুলিতে নতুন করে  আক্রান্তের হার ৮৪.০৪ শতাংশ।

 গত ২৪ ঘন্টায় দেশে ১৫ হাজার ৩৮৮ জন নতুন করে করোনা  আক্রান্ত হয়েছেন।  মহারাষ্ট্রে দৈনিক নতুন করে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ রাজ্যে  ৮,৭৪৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর পরে রয়েছে কেরালা। সেখানে ১,৪১২ জন  এবং পাঞ্জাবে ১,২২৯ জন  নতুন করোনা আক্রান্ত  হয়েছেন।

আটটি রাজ্যে দৈনিক সংক্রমণ হার ক্রমশই বাড়ছে। 

ভারতের মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা আজ পর্যন্ত ১,৮৭,৪৬২ জনে পৌঁছেছে।  ভারতের বর্তমানে  চিকিৎসাধীন রোগীর হার ১.৬৭%।

 চারটি রাজ্য- অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সিকিম, এবং ত্রিপুরা'য় নতুন করে কোন কোভিড ১৯ আক্রান্ত রোগীর খবর পাওয়া যায় নি। অন্যদিকে  ৩ টি রাজ্য- মহারাষ্ট্র, পাঞ্জাব এবং কেরালায় গত ২৪ ঘন্টার মধ্যে ১০০০ টিরও বেশি নতুন করে  কোভিড ১৯ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। 

***

 

CG/SS 



(Release ID: 1703517) Visitor Counter : 355