প্রধানমন্ত্রীরদপ্তর

বিজু পট্টনায়েকের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

Posted On: 05 MAR 2021 10:42AM by PIB Kolkata

নতুনদিল্লি, ৫ই মার্চ , ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিজু পট্টনায়েকের জন্মদিনে , তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ বিজু বাবুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। ভারতের জন্য তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা, মানুষের ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় আমাদের সকলকে অনুপ্রাণিত করে। ওডিশার প্রগতির জন্য তাঁর উদ্যোগের বিষয়ে রাষ্ট্র গর্বিত।“  

***

 

 

CG/CB


(Release ID: 1702658) Visitor Counter : 152