অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

২৮শে ফেব্রুয়ারি দেশের অভ্যন্তরে ৩,১৩,৬৬৮ জন বিমান যাত্রা করেছেন

Posted On: 01 MAR 2021 12:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ মার্চ, ২০২১
 
সামরিক বিমান চলাচল দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ২৮শে ফেব্রুয়ারি দেশের অভ্যন্তরে ২ হাজার ৩৫৩টি বিমানে ৩,১৩,৬৬৮ জন যাত্রী সফর করেছেন। 
 
এই দিন মোট উড়ানের সংখ্যা ৪,৬৯৯। বিমানবন্দর ব্যবহার করেছেন ৬,১৭,৮২৪ জন। 
 
কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে ২৪ মার্চ মধ্যরাত্রি থেকে বিমান পরিবহণ বন্ধ হয়ে যায়। দু’মাস পর ২৫ মে থেকে আবার বিমান পরিবহণ শুরু হয়। 
 
***
 
 
 
CG/CB/SB


(Release ID: 1701689) Visitor Counter : 180